ADS

স্বপ্নে দেখা চম্পাবতি _তারাপদ মাঝী


স্বপ্নে দেখা চম্পাবতি

       তারাপদ মাঝী 


ভাবছি বসে যাবো আমি 

  রাজ কুমারীর দেশে,

    উদ্ধার হবে চম্পাবতি

      ফিরবো বীরের বেশে। 


অচিন দেশে যাবো আমি 

  উদ্ধার করতে কন‌্যা,

    পঙ্খী রাজের পিঠে চেপে 

       আসুক যতো বন্যা । 


উড়ব আমি বাতাস বেগে

  থামব অচিন দেশে, 

     আছে যেথায় চম্পাবতি

       আমায় ভালোবেসে। 


সাগর পাড়ের দেশটি আবার

  রাক্ষস রাণীর যে বাস, 

     চম্পাবতি বন্দী সেথায়

       দুঃখী বারো 'টা মাস। 


তাকে আমি উদ্ধার করব

  মন করেছি আজি, 

     যম তলোয়ার হাতে লয়ে 

       লড়াই করতে রাজি। 


পঙ্খী রাজের পিঠে চড়ে

   উড়ছি কতো'ই দেশ, 

      অবশেষে লড়াই করে

         রাক্ষস করি যে শেষ। 


খাঁড়ার ঘায়ে মস্তক গেলো 

  রাক্ষস রাণীর' ই আজ,

     আনন্দে তাই চম্পাবতি

       পরল বিয়ের ঐ তাজ। 


হঠাৎ আমার ঘুম ভাঙেরে

  আছি দেখি শুয়ে, 

     কথায় গেলো চম্পাবতি

       কে গেলো তার নিয়ে ! 


ঘুমের মধ্যে ছিলাম ভালো 

  চম্পাবতির কাছে, 

     চম্পাবতি ছাড়া আমার 

       জীবন হবে মিছে। 


ভাবছি বসে উদাস মনে 

  মুখটি করে তাই ভার, 

     চম্পাবতি হারাই গেছে

      কোথায় খুঁজি গো তার ?

---------------------------------------

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.