ADS

অরণ্যে গোলাপ ফোঁটার অভিলাষে _ হাসনাহেনা রানু


অরণ্যে গোলাপ ফোঁটার অভিলাষে

হাসনাহেনা রানু


তখনো সন্ধ্যার বাকি আছে

সব পাখি নীড়ে ফিরে গেছে

প্রকৃতির হলুদ চোখে বিষন্ন জাপটে আছে ,


স্তব্ধতার আকাশ জুড়ে শুধু মেঘ আর মেঘ 

বিরহী গল্পের মত ভেসে গেছে,

ধীরে ধীরে গাঢ় অন্ধকারের পোশাক পরে রাত্রি নেমে এসেছে ---

কথা হীন ক্লান্ত চোখ,

রাত্রির এক চোখে অশ্রু; অন‍্য চোখে পৃথিবী

আজ পৃথিবী বেশ সবুজ হয়েছে।

রাত্রের ঠোঁটে শীতের বিষন্ন রোদ খেলা করে

নীরব কোলাহল,কচি কলাপাতায় মোড়ানো বিশুদ্ধ প্রকৃতি!


ফসলের মাঠে নিঃস্ব ক্ষেত শব্দহীন 

একমুঠো শাদা দুঃখ

সবুজ মৃত্যুর মত:


বেদনার বিবর্ণ মাটিতে কষ্টার্ত রাত

জানালার ওপাশে গোলাপ ঘ্রাণ,

কাঙ্ক্ষিত পৃথিবীর শাদা ঠোঁটে স্বপ্ন'রা শিষ কেটে চলে গেছে

এলোমেলো সন্ধ্যা বাতাসে।


সব বিস্ময় টুপটাপ শিশির হয়ে ঝরছে 

গোলাপ বুকে;

আহা ! আজই গোলাপ ফুটেছে।


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.