ADS

স্বপ্ন আমার যাবে বাড়ি _ শামছুন ফৌজিয়া


স্বপ্ন আমার যাবে বাড়ি

শামছুন ফৌজিয়া 

——————————-

ছবির মতন গ্রামখানি পাশাপাশি ঘর 

মায়া মমতায় ভরা ছিল কেহ নাহি পর ।

যে দিকে তাকাও দেখবে শুধু সবুজের বন 

এই গাঁয়ের সবার আছে বিশাল মন। 

এই বাড়ির ফলের গাছ ঐ বাড়িতে পড়ে

মিলেমিশে খায় সবাই ঝগড়া নাহি করে।

দুপুরের ভাতঘুমে যখন মা চাচীরা ঘুমোয়

দুষ্টুরা বনভোজনের চাল ডাল লুকোয়।

মধুমাসের আম কাঁঠালের গন্ধে ভরেমন 

কালবৈশাখী ঝড়েতে বাঁশ বনে শন শন।

ঝিলে বিলে শাপলা শালুক যখন জলে

কলমী শাকের ডগাগুলো কত কথা বলে

মাচা ভরা শিম লাউ বরবটি ঝিঙেফুল 

কোচড় ভরা শিউলি ঝুমকোজবার দুল। 

কোরাণ পড়ার সুরে ভাঙতো মোদের ঘুম

কোরাণ পড়ে বাবা মা দিত কপালেতে চুম

পাঠশালে যেতাম মোরা হৈ হুল্লোড় করে 

সেই দিনের সুখস্মৃতি আজো মনে পড়ে ।

কেমন আছো গ্রামখানি জানতে চাই বেশ

বাংলা আমার প্রাণ আর হৃদয়ে বাংলাদেশ।

কেমন করে দেব বল সাত সমুদ্দর পাড়ি 

স্বপ্নকে পাঠিয়ে দিলাম স্বপ্ন আমার  যাবে বাড়ি । 

স্বপ্ন আমার আকাশ ছোঁয়া স্বপ্ন যাবে বাড়ি 

মায়াবতী গ্রামখানি স্বপ্নে নেয় মন কাড়ি।


Shamsun Fouzia 

New York, USA

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.