ADS

স্বপ্ন _ পার্বতী বালা


স্বপ্ন
পার্বতী বালা

স্বপ্ন দিয়ে জীবন গড়া স্বপ্ন নিয়ে বেঁচে থাকা,

স্বপ্নে রাঙানো ফুলেদের বনে মৌমাছিদের ডাকা।

স্বপ্ন তো দেখে মাতা-পিতা-সন্তান হবে মানুষ,

 স্বপ্ন কারুর হয়তো পূরণ কেউ রয়ে যায় বেহুঁশ।

স্বপ্ন দেখায় প্রেমিক প্রিয় কতই প্রিয়তমায়,

 স্বপ্ন যখন যায় ভেঙে যায় কেউতো নেয়না দায়।


স্বপ্ন পূরণ করে দেশের ওই কৃষকের হাল,

 স্বপ্ন সুখে ফেরে তখন গরীব দুঃখীর কপাল।

স্বপ্নে থাকে চাষার মন উঠবে কবে ফসল,

 স্বপ্ন রচে প্রাণখোলা গান গাঙ্গের নাইয়া সকল।

স্বপ্ন ওড়ে রঙিন পালে প্রাণের যত আশা ,

স্বপ্ন বাঁচে হৃদয় কোণে নিয়ে স্নেহ প্রেম ভালোবাসা।

স্বপ্ন রঙিন প্রাণ মন হয় অথবা আবোল-তাবোল,

‌ ‌স্বপ্ন দেখে মায় যে‌ কত যখন শিশু মায়ের কোল।

স্বপ্নে মাতে নববধূ প্রজাপতির রঙে রঙে,

 স্বপ্ন যে তার রাঙিয়ে ওঠে নতুন সাথীর সঙ্গে সঙ্গে।

স্বপ্ন ভেঙ্গে গেলে ঝরে অঝোরে অশ্রু নীর, 

স্বপ্ন ভাঙার কান্না সেতো উছল নদী অধীর।


স্বপ্ন দেখে দেশ প্রেমিকে গড়বে সোনার দেশ,

স্বপ্ন দিয়েই ঘায়েল হবে, হবে শত্রুরা একশেষ।

লক্ষ স্বপ্ন আমার বুকে তোমায় নিয়ে জন্মভূমি,

 স্বপ্নে হাসি স্বপ্নেই কাঁদি নিত্য প্রতি দিবস-যামি।

‌ ‌স্বপ্ন যখন বুকের মাঝে কতই আলোড়ন,

 স্বপ্ন যখন যায় ভেঙে যায় হৃদয়ের‌ই হয় পীড়ন। 

স্বপ্ন চোখেও যায় বয়ে যায় উথাল পাথাল সাগর,

স্বপ্ন ভাঙ্গায় প্রাণ ক্ষয়ে যায় নয়ন তখন অঝোর।

স্বপ্ন যখন সব হারিয়ে হৃদয় রক্ত ক্ষরণ,

স্বপ্ন ভাঙার গান শুনিয়ে হয় জীবনের মরণ।


স্বপ্ন দেখে আবার, আনন্দে ভাসি পুর্নিমার‌ই শশী,

স্বপ্নে জাগি প্রভাত সুরুয সূর্য স্নাতে হই উছসি।

স্বপ্ন যখন সত্য হয়ে, আসে হৃদয় দ্বারে খুলে,

স্বপ্ন ভাঙ্গার দুঃখ ঠেলে আবার জাগি মর্মমূলে।

                 

তারিখ: ২৬.০২.২০২১

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.