ADS

নতুন এক প্রহর _ শামছুন ফৌজিয়া


নতুন এক প্রহর 

শামছুন ফৌজিয়া 

————————


দিনশেষে কালো চাদরে ঢেকে রাত চলে আসে , 

স্বপ্নেরা জোড়াতালি দিতে দিতে 

মধ্যাহ্নে পৌছায় ! 

ঠাস বুনোটের ভীড়ে 

কিছু মানুষ আজো মাথা উঁচু করে দাঁড়াবার 

চেষ্টা করে , কিছু শব্দগুচ্ছ সাজে 

কোনকোন সময় বোমার মতো ফেটে পড়ে । 

এখন কুয়াশার চাদরে ঢাকা ঘুটঘুটে রাত ! 

এক চিলতে সলতের আলো সংকেত হয়ে 

জানান দেয় আমি আছি - আমরা আছি , 

বেঁচে আছি , কী নিদারুণ ভাবে ..

মাঝেমাঝে নিম্নপ্রবাহ আসে , 

তাপমাত্রা মাইনাসে নেমে যায় আর - 

রাতগুলো সেই ঢিমেতালে চলে , 

সেই একইরকম চেনাচেনা পথ ধরে ! 

শীতের রাত নাকি দুঃসহ আর গভীর হয় ! 

টিনের চাল আর ফাঁক ফোকর দিয়ে 

হু - হু করে শৈত্যবাবু ঢুকে পড়ে .. 

থেমেথেমে এখন শেয়ালের ডাক শোনা যায় না !

কিংবা দূর পথিক বেচাকেনা শেষে 

গামছার আঁচলে সদাই নিয়ে ধোঁয়া ছেড়ে 

হাঁটতে হাঁটতে গান ধরেনা ! 

স্বপ্ন গুলো কেমন যেন আগের মতো পাখা মেলেনা 

কথাগুলো কথায় হারিয়ে যায় - 

সময় যেভাবে নিঃশব্দ নিশাচর হয়ে গেছে 

সুখের অনুভূতিগুলো আগের মতো দ্রবিভূত হয়না , 

শীতের সন্ধ্যার গরম তেলের পিঠা মুখে পুরে 

ঘুটঘুটে আকাশে কেউ তাকায়না , 

কেউ আর যমশীতে চাঁদটাকে দেখেনা,

যে যার মতো চলছে তো চলছেই । 

সলতে ভেজাতে কেউ এঘর - ওঘর হয়না , 

নিয়ন আলোতে ভরে গেছে মাঠ ঘাঠ ! 

অনেকগুলো ইন্দ্রপোকা ঝাঁ ঝাঁ করে বাতির 

চারপাশে .. 

হায় দিনশেষে কেউ আর রোদে গরম কাঁথার

আলতো ছোঁয়াতে হারায়না ।

বিংশ শতকের শীত আর কিংশুক রক্তিমরাগ 

বেহালায় বা তানপুরায় টুংটাং করেনা । 

এখন ডিজে যুগ ! মিউজিকে অস্থিরতা 

শীতের শাসনে কেউ আসন পাতে না । 

কী যে এক দূর্দান্ত সময়ের দিকে যাচ্ছি আমরা 

একটু একটু করে হারাচ্ছি নিজেকে , 

আর হারতে হারতে আবিষ্কার করছি 

নতুন এক প্রহর । 

নির্ঘুম রাত শেষে দরজাটা খুললেই চোখে পড়বে 

একগুচ্ছ সোনালী আলো ! 

নিষ্পাপ আলো ! প্রথম প্রহরের আলো , 

যে আলোতে নেয়ে উটলে আত্মা শুদ্ধি পাবে । 


Shamsun Fouzia 

2/1/2020 

New York

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.