ADS

জাগো মোহন ও পেয়ারে... শাহ সাবরিনা মোয়াজ্জেম

জাগো মোহন ও পেয়ারে... 

ভোরের ভৈরবী রাগ দিয়ে দিনের শুরুটা করছি! স্বামীর নতুন চাকরি তাই থাকি উপজেলা কোয়াটারে। থানার বাসা অতিশয় পুরাতন।  তিন রুমের বাসা, পাশে রান্না ঘর, ছোট ডাইনিং স্পেস কাম ড্রয়িং। বাড়ি থেকে বাসায় উঠার সময় হারমোনিয়াম নিয়ে যাই।আর আমাদের বাড়িতে তখন চারটে হারমোনিয়াম। দু জোড়া তবলা, দুটো  ভায়োলিন, একটা কি-বোর্ড, মাউথ অর্গান অনেক গুলো, বাঁশীও অনেক রকমের।


কারণ আমরা গান পরিবার। যাক, যেদিন স্বামীর নাইট ডিউটি থাকেনা সেদিন ই সকালে আমার স্বরগাম সাধনায় তার ঘুম ভাংগে। ওপরে থাকেন নব্য বিসিএস করা অফিসার।  তখন আমি পাঁচ মাসের প্রেগন্যান্ট। 


বিকেলে হাঁটতে বেরোয়, কখনো বা ছাদে কখনো মালকোষ রাগ নিয়ে রেওয়াজ করি। এভাবে দিন কেটে যায়। নব্য অফিসার বিকেলে উঁকি ঝুঁকি দেয়।  আমি বুঝিনা কারণ আমি এতো চালাক চতুর ছিলামনা। ছাদে গেলে গল্প করে। চাঁদনী রাতে বাইরে বেরুলে গল্প করে। কি করে বুঝে ফেলে, আমি কখন কোথায় আছি।অফিসারের মা ছেলের সংসার বেশ ভালো ই কাটছে। বাবা নেই তাই ছেলের কাছেই মা থাকেন। 


অফিসারটি প্রশ্ন করে, লাভ মেরেজ না এরেঞ্জ ম্যারেজ? বলি, লাভ করেছি আমরা গার্ডিয়ান ধরে ম্যারেজ করিয়ে দিয়েছে। আপনার আর কোনো স্বপ্ন নেই? হা আছে। আমি মা হলে ভালো  মা হবার চেষ্টা করবো! 


আমার স্বপ্ন আমার সন্তানদের দিয়ে পুরণ করে নেবো! জানেন আমার পরিকল্পনা কি?  হাসতে হাসতে বলি, আমি এক ডজন সন্তান নেবো! আমার অনেক বাচ্চার দরকার। অনেক গুলো সন্তান থাকলে অনেক ভালো থাকা যায়। অফিসার আমার কথা মনোযোগে শুনে আর ভাবে, কি বোকা মেয়ে আমি!


অফিসার বলে," নাহ বলছি, বলেই আর কোনো কথা না বাড়িয়ে চলে গেলেন।" তারপরও দেখা হয় কথাও হয় তবুও সে কিছু বলতে চায় কিন্তু বলা আর হয়ে উঠেনা।  তিনি থাকেন দুতলায়, আমরা থাকি নীচ তলায়। আসা যাওয়ার পথে তার দৃষ্টি আমার ঘরের দিকে। বিকেলে সে ছাদে, আমিও ছাদে। বার বার কথা মুখে এনে আবার ভেতরে ঢুকিয়ে ফেলে, বলা আর হয়ে উঠেনা। সে ছুটিতে মায়ের সঙ্গে বাড়ি যাবে  যাওয়ার আগে বলে, আমায়একটা গান শুনাবেন। সে তখন লালন ভক্ত, আমিও তখন লালনের গানে মশগুল। তখন ছাদে চাঁদনী রাতে তাকে শুনাই, " আল্লাহ কে বোঝে তোমার অপার লিলে!"


তার মাঝে আবেগ কাজ করে। কিন্তু অতি ভদ্র হওয়ায় নিজেকে সামলে নেয়। কিন্তু সে সকল প্রতিক্ষার প্রহর ভেঙ্গে শুধু একটা কথা ই বলে, " "আমি বাড়ি থেকে এসে আপনাকে কিছু বলতে চায়। আপনি নিশ্চয় শুনবেন। আমি তাকে বলতে পারিনা, আপনি আসার আগেই আমি বাবার বাড়ি চলে যাবো! 


আমি বলি, যদি বেঁচে থাকি তাহলে শুনবো! বিধাতার অপার খেলা, সে আসার আগেই আমি সন্তান ডেলিভারিতে বাবার বাড়ি চলে আসি, স্বামীর পোস্টিং শহরে হয়ে যায়! যখন নতুন বাচ্চা নিয়ে ফিরি তখন আমি শহরের বাসায়! 


কখনো কখনো এমন ই হয়

শাহ সাবরিনা মোয়াজ্জেম

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.