ADS

একটি স্বপ্নময় রাত্রি _ আব্দুল্লাহ জিয়াদ


একটি স্বপ্নময় রাত্রি

আব্দুল্লাহ জিয়াদ 


নিশি রাতে স্বপ্নে এসে ফুল পরী করলো দেখা

তার সাথে কথোপকথন জানাতে আজকের এ লেখা। 


বন্ধু ভেবে আমাকে যদি বাসতে পারো ভালো

সন্ধ্যাবেলা তোমাকে দিয়ে জ্বালাবো প্রদীপ আলো,

সেই আলোতে মন ভালোতে করবো গল্প গুজব

তুমি গল্পের হুর-পরী আমি দৈত্য আজব।


রুপসী তুমি গায়ের রং টা যদিও একটু কালো

ভালবেসে তোমায় দিবো পাঁচশো জোনাক আলো,

এই আলোতে পাবে তুমি সেই আকাশের দেখা 

সীমান্তহীন যে আকাশের মালিক আমি একা।


রাজি থাকলে তোমায় নিয়ে হবো দেশান্তরি 

সীমান্ত পথ পাড়ি দিয়ে নয় স্বপ্নের ভেলায় চড়ি,

বৈদেশ গিয়ে আমি করবো লেবার মজুরিগিরি

পালংকে শুয়ে দাসদাসীরে ঘুরাবা তুমি ছড়ি।


তুমি চাইলে তোমায় নিয়ে যাবো চাঁদের দেশে

চড়কা বুড়ির চড়কা নিয়ে ফিরবো বীরের বেশে,

সেই চড়কাতে কাটবে সূতা শ্রমজীবী নারী

পাঁচশো একজন শ্রমিক মিলে বানাবে তাঁতের শাড়ি। 


তোমায় নিয়ে বেড়াতে যাবো হোটেল-ই দাওয়ায়

যে হোটেলে শুধুমাত্র হাওয়াই মিঠাই খাওয়ায়,

হাওয়াই মিঠাই খেয়ে যদি মাথা ঝিমঝিম করে 

টলতে টলতে মাতাল হয়ে ফিরবো তবে ঘরে। 


হেনকালে  স্বপ্ন  যখন  গেল  আমার  ভেঙে 

ফুল পরী  উধাও  হলো  বিষ ঢেলে অঙ্গে!!

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.