ADS

অটোপাশ ও কিছু কথা _ শাহ সাবরিনা মোয়াজ্জেম

অটোপাশ ও কিছু কথা

হা আমার ছেলেও অটোপাশ করেছে! তাই আমি ছেলেকে নিয়ে একটা সেল্ফি তুলে পোস্ট করেছি! ছেলে আমার দারুণ বিব্রত!  আবার মায়ের কথাও ফেলতে পারছেনা। তাই অবুঝ ছেলেটি মায়ের পাশে বসে লক্ষি ছেলের মতো তার ছবি দেয়। 


গত বছর এপ্রিল মাসের এক তারিখ এইচএসসি  পরীক্ষা হওয়ার কথা। সে অনুপাতে শিক্ষার্থীদের পড়া ডিসেম্বরে শেষ হয়ে যাওয়ার কথা। ডিসেম্বর থেকে মার্চ পর্যন্ত রিভিশন টাইম। বিশ্ব স্বাস্থ্য বা বৈশ্বিক করোনা পরিস্থিতিতে যেখানে মানুষের জীবন বিপন্ন, লাশের সারি বিশ্বময় সেখানে পরিক্ষা নেয়া শৈশবের আঁতুর ঘরের বাতুলতা মাত্র! 


তারপরও শিক্ষার্থীদের পড়া কিন্তু ছেড়ে দেয়নি! তারা মাসের পর মাস পড়াশোনা চালিয়ে গেছে। কারণ আমি খুব কাছ থেকে আমার ছেলেকে দেখেছি। এপ্রিলের অনেক মাস পরে সম্ভবত অটো পাশের সিদ্ধান্ত আসে। প্রায় সাত মাস পরে অক্টোবরে ! নিশ্চয়ই জ্ঞানী জ্ঞুনীদের পরামর্শ নিয়েই এই সিদ্ধান্ত হয়েছে! আর এই সাত মাস শিক্ষার্থীরা বসে থাকেনি!


কারণ খুব কাঁচা মাথা নিয়ে হয়তো পায়চারি করা যায় অন্তত (অটো পাশের) মতো এতো বড় সিদ্ধান্ত নেয়া যায়না।এটা করার জন্যে একটা আইন পাশ করা হয়েছে সংসদে এবং সর্ব সম্মতিতে! সিলেবাস এতো বড় যে, যেখানে ছেলেরা সতের মাস পড়ে গোল্ডেন জিপিএ পায় সেখানে আরও বাড়তি সাত মাস পেয়ে তারা আঙ্গুল চোষেনি নিশ্চয়! 


আগের দিন হঠাৎ করেই শুনেছি, রেজাল্ট দেবে। তাই সারারাত ঘুম নেই, মা ছেলেকে দেখছি, ছেলে মাকে দেখছে! দুজন পাশ ফিরে ফিরে চিন্তায় আছন্ন কারণ শুনেছি জেএসসির ফোর সাবজেক্ট বাদ দিবে,এসএসসির প্র‍্যাক্টিকেল মার্ক বাদ যাবে, যা সব ই শোনা কথা। আল্লাহ বিশ্ব পৃথিবীর স্রষ্টা!  সব কিছুর অবসান ঘটিয়ে ছেলের কাংখিত রেজাল্ট ফিরিয়ে দেন! 


মা ছেলের আনন্দের মুহূর্তের এক খান ছবি পোস্ট দেই! কিছু জ্ঞানপাপী আমাকে কমেন্ট করে অটোপাসে আমি এতো খুশি কেনো? অটো পাশ নিয়ে এতো গর্ব কেনো আমার?  বলুন বন্ধুরা তার কি উত্তর দেয়া যায়? যে ছেলেটা পিএসসি, জেএসসি এসএসসি তে গোল্ডেন জিপিএ ৫ পাওয়া তার জন্যে এই রেজাল্টটা আমি আশা করতে পারিনা?


ছেলে কমেন্ট গুলো দেখবে বলে আমি ডিলিট করে দিয়েছি! রবি ঠাকুরের ভাষায় বলতে হয়, " হে সাত কৌটি সন্তানের বঙ্গ জননী, সন্তানকে তুমি বাঙ্গালী করে রেখেছো, মানুষ করোনি।"


আমরা বাংগালী লেজে ধরে টেনে নামাই, ধাক্কা দিয়ে উপরে তুলে দেইনা। এটা আমাদের মতো কিছু জ্ঞানপাপীর অজ্ঞতার জন্যে! সন্তানকে যেখানে উৎসাহ দিতে হয় তা না করে হিংস্র আক্রমণ করে তাকে দাবিয়ে রাখা ই যেনো আমাদের একান্ত অনুউর্বর মস্তিষ্কের কাজ! যারা,এই কমেন্ট গুলো করলেন তাদের মাথায় এই টুকু আসেনি,এই কমেন্টে আমার বা আমার সন্তানের উপর কি প্রভাব পরবে! কি কাজ তাদের এসব করে?  কাজে ই আর কতো???


(উল্লেখ্য আমার বড় দুটো ছেলে মেয়ে সবাই গোল্ডেন পাওয়া। একটা ডাক্তার হয়ে গেছে।)


শাহ সাবরিনা মোয়াজ্জেম

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.