ADS

চমৎকার বেহায়া _ পরিনা


চমৎকার বেহায়া

পরিনা


আমার আর ইচ্ছা করে না ব্যক্তিত্বের ফসল ফলাতে 

ইচ্ছা করে না ইগোর চাষ করতে। 

আমার খুব ইচ্ছা করে ইগোকে বিসর্জন দিয়ে জলে

ব্যক্তিত্বকে ছুড়ে ফেলে

হয়ে যাই বেহায়া

হ্যাঁ বেহায়া! উপাধিটা এক সময়ে তোমারই দেয়া।


এক সময় এই হৃদয় জমিমে শুধুই বেহায়াপনার চাষ করতাম

ফুল, চিঠি, তোমায় দিতাম

তোমায় দেখতে রাস্তায় দাঁড়িয়ে থাকতাম

বৃষ্টিতে ভিজে হলেও তোমার পেছনে পেছনে ছুটতাম

তুমি লাইন কেটে দেওয়া সত্ত্বেও বার বার তোমায় ফোন করতাম।

হ্যাঁ! এগুলোই ছিলো আমার হৃদয় জমিনে চাষ করা বেহায়াপনা ফসল।

এমন আরও হরেক রকম বেহায়াপনার ফসল ফলাতাম 

আর তোমাকে বার বার দিতে চাইতাম। 

তুমি বার বার বেহায়া বলে গালি দিতে

পরে বুঝতে পেরেছিলাম তুমি চাওনা বেহায়াপনার ফসল নিতে। 


তোমারই বা কি দোষ বলো!

এই আধুনিক যুগে ঠোঁটের কোণে কর্পোরেট হাসিটাই প্রায় সকলের পছন্দ

প্রাণ খুলে হা হা হা.. হাসিটা তোমাদের সমাজে বড় বেহায়া, বড়ই অপছন্দ। 


তাই আর করিনি বেহায়াপনার চাষ

পনেরো বছর ধরে ব্যক্তিত্ব আর ইগোর করছি আবাদ।

যদিও এই হৃদয় জমিনে বেহায়া চাষেরই বাম্পার ফলন হয় 

এই হৃদয় জমিনে ইগো আর ব্যক্তিত্বের ফলন ভাল নয়

তবুও তোমার কাছে বেহায়ার দাম মন্দ হওয়ায়, 

ইগো আর ব্যক্তিত্বের চাষই করতে হয় আমায়।


আমার আর ইচ্ছা করে না ব্যক্তিত্বের ফসল ফলাতে 

ইচ্ছা করে না ইগোর চাষ করতে। 

আমার খুব ইচ্ছা করে ইগোকে বিসর্জন দিয়ে জলে

ব্যক্তিত্বকে ছুড়ে ফেলে

সেই পনেরো বছর আগে যাই চলে। 

খুব ইচ্ছা করে বেহায়া হতে

ইচ্ছা করে ব্যক্তিত্ব আর ইগোকে বিসর্জন দিয়ে তোমাকে ফোন দিতে

বিশ্বাস করো খুব খুব খুব.. ইচ্ছা করে চমৎকার বেহায়া হতে।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.