ADS

কিছু সত্য কিছু দর্পন _ শাহ সাবরিনা মোয়াজ্জেম

 


কিছু সত্য কিছু দর্পন

শাহ সাবরিনা মোয়াজ্জেম 


টাইম লাইনে হেঁটে হেঁটে আসে 

স্বপ্নের ঘোরতর ট্রেন!

বাজেনা হুইসেল নির্লিপ্ত প্লাটফর্মে

আঁধার পেরিয়ে ধুসর কাব্য হয়

তখন আবেদন বড্ড তুচ্ছ!


নীল বেদনার অহোরাত্র 

নীল বেদনার জ্ঞান 

নীল বেদনার কাব্য

নীল কেয়ার কাঁটা

নীল বৃত্ত বন্দীর আর্তনাদ।


অস্থি চামড়া ফোস্কা হলেও 

গলে কন্কালসার দেহ!

বৈপরিত্যের অন্ধকার ডুবে

নারী মাটির সারাংশ টেনে আনে!


নারী নীল ট্রমায় ভোগে

জেনে শুনে পারদ চুষে 

ইচ্ছের উল্টো স্রোতকে উগড়ে ধরে 


" স্টিল উইমেন আর নেইভ..লেউড উইমেন 

ইন ড্রীম ট্র‍্যাক"


উজান পুরুষের 

লু হাওয়ায় বুকের পশমি অনিচ্ছায় দোলায়!

পশমিতে দ্বিগিজয়ে উড়ায় লজ্জা শরমের দোল দোলানী!


পঞ্চম তালে থুবড়ী ছুঁড়ে শূণ্যে!

নারী পটানো আর পেটানোর ধান্দায়!

উরু কথন শুনবে 

খিল গলে কিংবা হোগলার বেড়ার 

ফাঁক ফোকর গলে!

আর কতো উড়াবে 

নারীর নির্মম লজ্জা বিজয় বাংলাদেশের 

ভৌগোলিক কম্পাসের আনাচে কানাচে! 


হয়, এমন ই হয়!

এমন ই হওয়ার কথা!


বৃষ্টি বিহিন বিজয় একা!

বৃষ্টি হেম কালো!

আর বিজয়,দুধ সাদা

কিরে বিজয়, " কতো বার বীরদর্পে খানা খন্দ বিজ্য় করলি।" 

"তামাচা মারি ছুড়ির!? 

কিছুই পারেনা তাই দেই লাথি!"


আহারে পুরুষত্ব!

কি অন্তহীন যাত্রা!

কি সহনীয় যাত্রা!

কি অমানবিক পেরেশানি!


লাল ফ্লাগ যখন উড়ে 

সোনার বাংলাদেশ তখন উড়ে!

আমি বৃষ্টি,  আমি খাঁমচে ধরি পতাকার আস্তিন!


"গিভ আস ফ্রিডম.. সেইমলেস প্রিক.. সেইমলেস কাওয়ার্ড।"


____

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.