ADS

নিঝুম রাতের কবিতা _ পরিনা


নিঝুম রাতের কবিতা

পরিনা


রাতের চাঁদ, তারা, জোনাক, ঝিঝিপোঁকা ও অন্ধকার

এদের সকলেরই আলাদা আলাদা গল্প আছে

এরা সবাই আমার বন্ধু 

তাই তো তাদের মনের কথা খুলে বলে আমার কাছে।


ঐ যে আকাশের চাঁদ রাতে হাসে

সে আসলে রাতের অন্ধকারকে তীব্র ভালোবাসে

তাই তো দিনের আলোয় আসেনা সে

অন্ধকারের সাথেই থাকে মিলেমিশে। 


ঐ যে চাঁদের পাশে তারা জ্বলে মিটিমিটি

আসলে চাঁদের জন্য তারার মনে অন্য রকম প্রীতি 

কিন্তু তারা বলতে পারেনা চাঁদকে প্রকাশে

কারন চাঁদ যে অন্ধকারকে ভালোবাসে।


ঐ যে জোনাক ঘোরে

আসলে সে তারাকে চোখটিপি মারে 

চেষ্টা করে তার সর্বোচ্চ আলো দিয়ে তারার দৃষ্টি আকর্ষণ করার

কিন্তু জোনাকের দিকে বিন্দুমাত্র নজর নেই তারার 

কারন তারা চাঁদকে বাসে ভালো

কিভাবে দেখবে সে জোনাকির আলো!


ঐ যে ঝিঝিপোঁকা সুর সুরে গান গায়

সে ভাবে তার প্রেমে পাগল হয়েই হয়তো জোনাকী নৃত্য করে বেড়ায়

কিন্তু জোনাক যে চাঁদকে ভালোবাসে তা একবারও বোঝার চেষ্টা করেনা ঝিঝিপোঁকা

আসলে ভালোবাসার ঝিঝিপোঁকারা এমনই বোকা।


আর অন্ধকার!! 

সে তো অনেক আগেই দিনকে ভালোবেসে ব্যর্থ হয়ে বেছে নিয়েছে বিপরীত 

সে কি করে বুঝবে চাঁদের পিরিত!

তার মনে যে শুধু দিন আর দিন

এভাবেই এরা কেউ কারও ভালোবাসাকে বোঝেনা, বুঝবেও না কোনদিন।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.