ADS

গুন গুনিয়ে _ শাহ সাবরিনা মোয়াজ্জেম

 


গুন গুনিয়ে

শাহ সাবরিনা মোয়াজ্জেম 


ভালোবাসারা নীল কোমায়!

চুপ করে থাকা কোলাহল গুলো 

বলে যায়, "একলা থাকতে দাও।"


তোমার পাঠানো অতলের মেঘের তল 

ঝাপটা মেরে বৃষ্টি হয়ে ঝরছিলো

কোমল করতল!


জীবনের আকাঙ্ক্ষা শুভ্র হোক!

মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে মাঘ পালালেও 

জীবন যন্ত্রণার মুক্তি মেলেনা!


কাংখিত শব্দের পরম আরাধনা 

মনের দাগ, খতিয়ান, আর,এস, সি,এস, বি এস,আর মনের চৌহদ্দি ঘুরে ঘুরে 

খেমটা তালে নেচে এখন বড্ড অবিশ্রান্ত! 


দুঃখ চড়ুই বারান্দার কার্নিশে নয় জীবনের কার্নিশে বাসা বেঁধে বর্ষা নামিয়েছিলো!

সে বর্ষা আমায় ভেজালো দুঃখের দহনে!


প্রেম ছিলো শব্দের পাতায়!

ভালোবাসা ছিলো মোহের পাতায়!

হুশ যদি ফিরে আসে কভু

তবে এসো জোড়ায় শালিক হয়ে

আমার মায়াবী দ্বার খোলা

বিছিন্ন বিক্ষিপ্ত ভাবে!


সেদিন আমরা ছুটি নেবো

ছুটির সফেদ পায়রা থেকে 

গুন গুন করে উড়ে বেড়াবো 

বাড়ন্ত জোছনার মতো!!!

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.