ADS

তোমার চোখে দেখেছি 'হ্যা' _ পরিনা

 

তোমার চোখে দেখেছি 'হ্যা'

পরিনা


তুমি যতবার 'না' বলেছ মুখে

আমি ততোবার 'হ্যা' দেখেছি তোমার চোখে

আচ্ছা! তুমি চোখে 'হ্যা' রেখে কেন 'না' বল মুখে!?

মুখ খুব ভীরু তাই মনের কথা অনেক সময় বলতে পারেনা

কিন্ত চোখ কারো ধার ধারেনা

তাই তো চোখের কাছে মনের কোন কথা গোপন রয়না।

কেন বারবার মিথ্যা বলে চাও চলে!

তুমি কি জানো না চোখ মনের কথা বলে!?

যতবার গিয়েছি তোমার কাছে

তুমি মুখে দুর দুর করে তাড়িয়ে দিয়েছ আমাকে।

কিন্ত তোমার চোখ দুটো যে বার বার আমায় ডাকে!

আমায় দেখে তোমার মুখে অমবশ্যার অন্ধকার নেমে আসে

কিন্ত তোমার চোখ দুটো যে পূর্নিমার চাঁদের মতোই হাসে

তখন তোমার মুখটাকে মনে হয় যেন জলের বুকে পদ্ম ভাসে।

তোমার মুখের ভাষার সাথে চোখের ভাষার মিল নাই।

তাহলে তুমিই বলো কেমন করে দুরে যাই!?


তোমার কাছে আসতে চাইলে বারণ করো মুখে

আবার দুরে যেতে চাইলে বারণ করো চোখে

এ কেমন খেলা খেলছো তুমি নিয়ে আমাকে!?

মুখের ভাষায় যদি একবার বল মরতে

চোখের ভাষায় হাজার বার বল বাঁচতে

মুখের ভাষায় যদি একবার বল দূরে যেতে

চোখের ভাষায় হাজার বার বল কাছে আসতে।

যদি একটু আড়ালে লুকাই

তাহলে দেখতে পাই

তোমার চোখ দুটো ব্যাথিত হয়ে খোঁজে আমায়

তাই তো দূরে যেতে পারিনা ছেড়ে তোমায়।

তবে কোনদিন যদি একই সঙ্গে তোমার চোখে ও মুখে সত্যিকারের 'না' দেখতে পাই

তাহলে সেদিন দেখবে আমি আর তোমার কাছে নাই

চিরদিনের জন্য নেবো বিদায়।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.