বোধগম্য
শাহ সাবরিনা মোয়াজ্জেম
চঞ্চলা মেঠোপথ এতো দিন ছিলো
বিধস্ত বিধবার মতো খাঁ খাঁ!
দুপুর উঠেনি
তামাটে বর্ণ পত্র পল্লব!
নগ্ন পায়ে হাটছে, পেশ ইমাম, ধর্মযাজক, পুরোহিত জীর্ণ শীর্ণ ছায়া ফোড়ে!
সুনসান নিরব ঘাট অঘাট!
হঠাৎ সানাই বেজে চলেছে
চায়ের টেবিল গরম!
পোস্টারে পোস্টারে সয়লাব
কি হচ্ছে কি হবে...
. আসছে ফাগুনে, গণতন্ত্র আসছে!
লক্ষির পায়ে ভর করে!
নাকি রাবণের সিংহাসনে ভর করে?
ভাসছে ফিসফাস কান কথা কোল্ড কফির নিশ্বাসে!
ছড়াচ্ছে অহর্নিশ বিষ
মনুষ্যত্বের বুক পিঠ ফুঁড়ে!
পোস্টার গুলো ছাপখানায় ধড়ফর করে
উঠানামা করছে!
প্রেস নোটের তাপে জমছে আড্ডাখানা!
ভোট চাইগো ভোট চাই!
প্রচারে ই প্রসার!
অমুক ভাইয়ের সালাম নিন, তমুক মার্কায় ভোট দিন!
আমরা সন্দেহের চাবুকে রক্তাক্ত হচ্ছি!
গণতন্ত্রের হাড়ি ভেঙ্গে দিচ্ছি!
তবুও কি হাওয়া পাল্টাবে?
নাকি গোদের উপর বিষ ফোড়া আনকোরা হয়ে
সাপ লুডু খেলবে?
নাকি বেতার আর বিটিভি শোনাবে নতুন আলোর গান?
যা শুধু চোখে দেখবোনা
অন্তরেও অনুধাবন করবো?
কথায় কথায় সখিনা বলে,
"যে যা ই বলুক, দু টাকা পেলে আমি গরীবের ক্ষতি কি? আমরা অভাবি মানুষ।"
বলি, "ভোট কিন্তু দিস!"
আবার মহিষ খেয়ে বাঘের তোড়ে তেড়ে আসিসনা!
হুলিয়া থেকে নিস্তার নেই!
সালাম, কদমবুছি, কোলাকুলি কতো রঙ্গের বাহার!
সেই বাহারের আভাসে গণতন্ত্র যেনো বেঁচে থাকে.. সকল মত ভেদ করে, সাম্প্রদায়িক সম্প্রীতির ঊর্ধ্বে উঠে!!!

