ADS

অস্পৃশ্য ঘেটুপুত্র ও নারী _ শাহ সাবরিনা মোয়াজ্জেম


অস্পৃশ্য ঘেটুপুত্র ও নারী

শাহ সাবরিনা মোয়াজ্জেম 


বুড়ো চাঁদের ঘা ঘেঁষে নামে 

অদৃশ্য বৃষ্টি! 

কুয়াশা কিংবা শিশির!

জলাঙ্গীর মাঠ ছেড়ে ক্ষীর হয়ে জলে পরেছে!

রপ্ত করেছে নীল আয়না!

আর্শীর ভাঁজে ভাঁজে ক্রন্দন,  মাঠ ঘাট প্রান্তর!


ছুটে চলা কু ঝিক কু ঝিক লম্বা সাপ

চলে হেলে দুলে!

আহা কি মায়াময়!

নিচে ভরা নদীর যৌবনে খেলছে 

ছৈ গলুইয়ের উপর চোরা বৃষ্টি। 

চিঁছকে কাঁদে কৈবর্ত! 


আহা নরম তুলতুলে ঘেটুপুত্র দলনেতার হাতের পুতুল! 

দুই উরুর ফাঁক গলে পড়ে বাহারি দুধ!

খেয়ালে হাতড়ে বেড়ায় ঘেটুপুত্র!

আজ কৃষ্ণা চতূদর্শীর রাতে 

অতন্দ্র অসহ স্পর্শের লোহার বাসর!

লোচনে আয়ুকম পদ্মা ডাইনীর!

চির দ্রোহের 

লাল নিশান উড়ায়নি!


নায়ের পাঠাতনে পরে থাকে 

ঘেটুপুত্রের মাদুলি! 

চাঁদের খোঁয়াড়ি দ্বিপ নেভায় লজ্জায়!

হা করা পদ্মার আগলিয়ে রাখে ঘেটপুত্রের শব!


আহা এই প্লাটফর্মে না এলে কি করে দেখতাম

বিরহী যজ্ঞ!

কায়া বড্ড নরম।

মন আরও কোদালে মাটি!

বনসাই কাঠবিড়ালি মেলে ফনা!

রাতের আঁধারে তস্কর নয় 

খুনিও বটে!


তবুও যুগে যুগে দলনেতা জন্মায় 

জন্মায় ঘেটুপুত্ররা!

জন্মায় অগোছালো নারী দংশীত হবার জন্যে বার বার!

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.