ADS

বিশাল টাকা ইনকামের পরও কেন ব্যাংক একাউন্ট শুন্য?

প্রবাসে যার ৫ বছর পার হয়ে গেছে, আপনি যদি হিসেব করেন, ৫ বছরে কত টাকা ইনকাম করেছেন। হিসেবের যোগফল দেখে আপনার মাথা ঘুরবে, মনটা ভেঙ্গে খানখান হয়ে যাবে।

কারন ৫ বছরে এত বিশাল অংকের টাকা আপনি ইনকাম করার পরও, আপনার ব্যাংক একাউন্টটা এখনো শুন্য।


এজেন্সি ফি'র জন্য করা ঋন, পরিশুধ করা, পরিবার আর পরিবারের সৌখিনতা পূরন করতে গিয়ে, অনেকের ১০ বছরেও নিজের বলে কিছু হয়না, শুন্যই থাকে তার পকেট।

মনে সঞ্চয় করার প্রবল ইচ্ছা থাকা সত্যেও, মাঝে সাজে বন্ধুদের কাছ থেকে ধার দেনা করে পাঠাতে হয় টাকা, সঞ্চয়'তো বহু দূরের কথা।


তবে যারা বুদ্ধিমান, ভবিশ্যত নিয়ে ভাবে, তারা কিন্তু সব কিছুর পরও অল্প অল্প হলেও সঞ্চয় করে। আর কিছু কিছু সঞ্চয় করাটা সবারই আবশ্যক ভাবে ভাবা উচিৎ। কারন দিন সব সময় এক রকম নাও যেতে পারে, বিপদ আপদ কখনো বলে কয়ে আসেনা। তাই যে কোন পরিস্থিতি সামলে নেওয়ার মত একটা ব্যালেন্স সবার একাউন্টে থাকাটা বিশেষ জরুরি।


মাস শেষে বেতন পেয়ে, তাই অল্প অল্প হলেও সঞ্চয় করার অভ্যাসটা গড়ে তুলুন এখন থেকেই।

টাকাটা খরচ করা খুব সহজ হলেও, ১ টি ডলার ইনকাম করা কতটা কষ্টকর নিশ্চয় সবাই খুব ভাল করেই জানেন। কষ্টের টাকা সঞ্চয় করে দেশে গিয়ে যেনো একটু ভালভাবে একটা কিছু করে চলে খেতে পারেন, এটাই হওয়া উচিৎ সকল প্রবাসী মূল উদ্দেশ্য। কতকাল পরে থাকবেন প্রবাসে???

যদি ১০ বছরেও আপনার ব্যাংক একাউন্টটা এখনো শুন্যই থাকে, তবে আর কবে করবেন সঞ্চয়???


সময় থাকতে একটু হিসেবী হোন, সময় চলে গেলে তখন আর হিসেব করে দিস্তা দিস্তা কাগজ ফুরিয়ে দুই পয়সা লাভ হবেনা।

বেলা থাকতে নিজের আর্থিক প্রয়োজন গুলো গুছিয়ে নিন, সূর্য্য ডোবে গেলে কিন্তু চারিদিকে অন্ধকার আর অন্ধকার ছাড়া কিছুই চোখে দেখবেননা।


সুমন সিকদার,

সিঙ্গাপুর প্রবাসী।


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.