ADS

আজ বিজয়ের দিন


আজ বিজয়ের দিন। আজ ১৬ই ডিসেম্বর। আজ আমাদের প্রাণের দিন। আজ বিজয় দিবস। এটুকু লিখতেই বুকটা কেমন যেন ভারী হয়ে গেলো। আজ আমার বাংলাদেশের একটা দিন। একটা ইতিহাস, একটা আনন্দ, একটা চরম ত্যাগের স্মৃতিচারণ আজ। আজ হলো ১৬ ডিসেম্বর। কী অদ্ভূত কথা! লিখতে বসে দু’ফোঁটা অশ্রুও আমার সংগী হয়ে গেলো! কেন? আজ সেই দিনটি বলে। যেদিন আমরা মুক্তি পেয়েছিলাম এক অসম্ভব এক থাবার হাত থেকে। শত শত বছরের স্থায়ী হয়ে যাওয়া পরাধীনতার গ্লানি থেকে মুক্তি মিলেছিল এই দিনটিতেই তো! সেই ১৭৫৭ সালে পলাশীর যুদ্ধে হারিয়ে গেলো স্বাধীনতা। দু’শো বছরের গোলামীর পর ১৯৪৭ সালের বিচিত্র দেশবিভাগ… তারপর আরেক অধ্যায়। শুরু হয় বৈষম্যের কলংকময় সেই ইতিহাস। ভাষায় অধিকারে প্রাণ দিয়ে বাংলাকে আদায় করে নিলো এই দেশেরই সালাম, বরকত, রফিকেরা। এরপর ১৯৭১ সালে পশ্চিম পাকিস্তানীদের ঘৃণ্য, জঘন্য হত্যাযজ্ঞ… দেশের তরে ভালোবেসে প্রাণ দিতে ঝাঁপিয়ে পড়া কিছু মহান মানুষদের… তারই হাত ধরে আজ আমরা এত্তো স্বাধীন! লক্ষ শহীদের রক্তস্নাত বাংলার মাটি হয়ত আজও দেখেই চলেছে নোংরামি। শত বছরের পুরোনো মুক্তি মিলেছে বৈকি, কিন্তু প্রাণের মুক্তি তো মেলেনি! এখনও হানাদারেরা দেহের ভিতরেই। কেউ সংবাদপত্রে বসে, কেউ ক্ষমতায় বসে, কেউবা সভা-সমাবেশে, কেউ প্রেসক্লাবে মাইক্রোফোনের সামনে, কেউ কলম হাতে সুশীল সমাজে বসে, কেউবা শিল্প বিকাশের নামে চালাচ্ছে জাতির উপর ধ্বংসযজ্ঞ। নৈতিকতা আর অনুভূতির হত্যা, ভালোবাসা আর সততার হত্যা। শুধু দুই-এক জনকে হত্যা নয়, পুরো একটা জাতিকেই হত্যা! কয়েক প্রজন্ম ধরে পঙ্গু করে দেয়া…একটা কথা শুনেছিলাম ছোট থাকতে– “অযোগ্যের ভালোবাসার কোন মূল্যায়ন নেই”। আমি যোগ্যতা অর্জন করতে চাই। আমার দেশকে ভালোবেসে আমি ক্ষুদ্রতম কিছু হলেও করতে চাই আগামী প্রজন্মের জন্য, যারাও একসময় আমাদের মতন চারপাশ দেখবে। হয়ত গর্বে তাদের বুক ফুলে উঠবে, এক প্রজন্ম রক্ত দিয়ে দেশকে মুক্ত করেছিলেন, আরেক প্রজন্ম বুকভরা ভালোবাসা দিয়ে দেশকে গড়ে তুলেছেন… আমরা তো তাদেরই অনুসারী!আমি ভালোবাসি আমার দেশকে। আমি প্রতি মূহুর্তে দেখতে চাই সুন্দর বাংলাদেশকে। এই দেশকে আমাদের প্রজন্মই গড়ে তুলবে ইনশাআল্লাহ। হে আল্লাহ, আমাদের শক্তি দাও যেন  আমরা যেন প্রাচুর্যের প্রতিযোগিতায় মোহাচ্ছন্ন হয়ে না পড়ি… আমরা যেন দুর্নীতি ভুলে যাই, যেন বেহায়াপনা থেকে রক্ষা পাই।আজকের এই দিনে এই আমার প্রার্থনা। হে আমার দেশ, আমি তোমাকে ভালোবাসি বিশ্বাস করো। আমার শরীরের প্রতিটি রক্তবিন্দু তোমার কথা ভাবে। তুমি আমায় অনেক দিয়েছ। অনেক… আমার চোখের এই অশ্রুবিন্দুগুলো অন্য কোন কারণে নয়, শুধু তোমার ভালোবাসায় সিক্ত হয়ে থাকায়… এত সুন্দর আকাশ, নদী-বিল-ঝিল, মেঠো পথ, বিনয়ী মানুষগুলো, পরোপকারী বন্ধুগুলো, আমার বাংলা ভাষা, আমার ধুলোমাখা পা, ঘাসের উপর উদাস বিকেল, তারাভরা রাতের আকাশ, ঈষদুষ্ণ গরমের দিনে ভাত খাওয়া আলসে দুপুর… এসব সবই তো তুমি ছিলে বলে এত সুন্দর।হে আল্লাহ! আমি প্রতিটি নিঃশ্বাসে তোমার প্রতি কৃতজ্ঞ এই বাংলার জন্য।,,,,,

         সবায়কে বিজয় দিবসের শুভেচ্ছা ও অভিনন্দন । 

                                                    একজন প্রবাসী।

সূত্রঃঃ সিঙ্গাপুরে আমরা প্রবাসী বাংলাদেশী FB Page

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.