বিপন্ন বিজয়
মোঃ আহসান হাবিব দেওয়ান
তাং ১৫/১২/২০২০
_______________________________
সে রাতে বাবা বলেছিলো আজ যাসনে খোকা
এতদিন পরে এলি, আমাদের সাথে ক'টা দিন থাক,
তোর চিন্তায় তোর অসুস্থ মা কাতর প্রায়,
তুমি বলেছিলে "বাবা শুধু আর একটি বার"
দেখবে, একদিন আমরা ওদের দুর্গ ধ্বংশ করে
বিজয় ছিনিয়ে আনবো।
তোমার হাতে ছিল দুর্জয় রাইফেল
গায়ে সৈনিকের শেওলা পোশাক
আমি তখন অবুঝ বালক, মায়া জড়ানো কণ্ঠে
তোমাকে বলেছিলাম, "বিজয় কি দাদাভাই!"
তুমি শান্ত, সিগ্ধ মলিন চোখে
আমার চিবুক ছুঁয়ে বলেছিলে
রাজনৈতিক আধিপত্য বিস্তার,
অর্থনৈতিক বৈষম্য , ক্রমবর্ধমান বেকারত্ব ,
শোষণ, বঞ্চনা ও অবহেলা থেকে
পরিত্রান পেয়ে অধিকার আদায়
আর মাথা উঁচু করে বাঁচার নাম বিজয় !
আমি তখন কিছুই বুঝিনি তোমার সে সব ভাষা
আমার মাথায় হাত বুলিয়ে তুমি যখন চলে গেলে
আমি শুধু বুঝেছিলাম আমার প্রতি
তোমার কত গভীর ভালোবাসা !
কিছুদিন পর যুদ্ধ থেমে গেল, বিজয় হল
কিন্তু তুমি আর ফিরে এলেনা!!
মায়ের কান্না আর বাবার দীর্ঘিস্বাসে
বুঝলাম তুমি দেশের জন্য যুদ্ধ করেছ
শত্রুর দুর্গ ভাঙার দায়িত্ব নিয়ে শহীদ হয়েছো!
টগবগে উদ্যোমী, লাল চোখে গর্জে উঠা
তোমার তড়িৎ গতি, আর ভারী নিঃশ্বাসে
বেরিয়ে এসেছিলো মাতৃকার কত মমতা!
দাদা ভাই , সেদিনের শেষ দেখার কালে
সে কথা গুলির মানে আজ আমি খুব বুঝি
তুমি আমাকে যে বিজয়ের কথা বলেছিলে
সেই বিজয় আমি সারাদিন খুঁজি !
তোমার জন্য মা কেঁদে কেঁদে অন্ধ
বাবা বুকের ব্যাথায় আচ্ছন্ন,
হঠাৎ এক রাতে তিনি ধরা ছাড়া,
আমি তোমার মমতা হারা, বাবার আদর হারা,
এ রকম কত মানুষ কত ভাবে কত কিছু হারিয়েছে
কিন্তু তুমি যে বিজয়ের কথা বলেছিলে
আমি তো সে বিজয় খুঁজে পাইনি আজো !
লাল সবুজের পতাকা, একটি স্মৃতি সৌধ
নিজস্ব সার্বভৌমত্ব , স্বাধীন মানচিত্র
সবই তোমরা দিয়ে গেছো এক সাগর রক্ত দিয়ে!
শোষকের প্রেতাত্বা, অর্থনৈতিক বঞ্চনা,
রাজনৈতিক আধিপত্য, ক্রমবর্ধমান বেকারত্ব
কোনো আবর্জনায় সরে যায়নি এখনো !
স্বাধীনতার আজ ঊনপঞ্চাশ বছর
গুটি কয়েক মানুষের আকাশ চুম্বী আয়ের হিসাবে
দেশ পৌঁছে গেছে মধ্য আয়ের সীমানায়
অথচ এখনো দেশের কত উচ্চশিক্ষিত অভি
প্রায়ই ব্যর্থ ইন্টারভিউ দিয়ে এসে
হাহুতাশ করে বেকার বলে বুক চাপড়ায় !
এখনো পথ শিশু ইট ভাঙে হাতুড়ী দিয়ে
প্রসূতি মাতা পুষ্টিহীনতা নিয়ে নিদ্রা যায় ফুটপাতে,
দেশে অনেক উড়াল সেতু তৈরী হলেও
ব্যস্ততম চার রাস্তার জংশনগুলিতে
সুপরিকল্পিত ননস্টপ ক্রসিংয়ের অভাবে
বছরের পর বছর ট্রাফিক জ্যাম লেগে থাকে
সহস্র শ্রমঘণ্টা, লাখো ব্যারেল
জ্বালানী সম্পদ প্রতিদিন নষ্ট হয়।
পোড়া ধোয়া আর কার্বনে নিত্য উত্তপ্ত হয় ক্লাইমেট,
আগুন লেগে গার্মেন্টস শ্রমিকের পোড়া লাশের
বীভৎস গন্ধ এলাকা ছড়ালেও ঘুনেধরা দমকল
সময় মতো পৌঁছতে ব্যর্থ হয় বারংবার!
সরকারী খাস জমি দখল চলে হরদম
রাস্তা বা নদীর ধারে গড়ে উঠে অবৈধ্য স্থাপনা,
তারই অংশ হিসাবে অপরিকল্পিত ভাবে
গড়ে উঠে ছোট বড় বহু রানা প্লাজা
কখনো বা ধ্বংস হয়ে মারা যায় হাজার হাজার শ্রমিক !
কৃষি ক্ষেত্রে ভর্তুকি দিলেও সঠিক নীতির অভাবে
লাভবান হয় ট্রেডার্স অথবা মধ্যস্বত্বভুগী,
স্বাস্থ্যখাতে বরাদ্দ প্রতিবছর বহুগুন বাড়ে
কোটি কোটি টাকা বিল তুলে নিলেও
এখনো আইসিইউ চালু হয়নি অনেক হাসপাতালে,
সিন্ডিকেটেরা নিন্মমানের সামগ্রী সরবরাহ করার কারণে
বহু নার্স ডাক্তার মারা গেছে এই করোনা কালে!
রাস্তার অযত্ন আর কানুনের প্রবঞ্চনায়
হাসপাতালে পৌঁছতে না পেরে
এম্বুলেন্স, সিএনজি অথবা রিক্সাই
বিদায় নিশ্বাস ছাড়ে হাজারো রোগী
দায়িত্বশীলদের তা কখনো চোখেও পড়েনা!
এখনো স্বেচ্ছায় কলকাঠি নেড়ে
শেয়ার বাজার ধ্বংস করে ওরা
দেনার দায়ে উঁচুতলা থেকে লাফিয়ে
আত্মহুতি দেয় লক্ষ আমজনতা ও বেকার ছেলেরা,
দায়িত্বশীলদের ছত্র ছায়ায় ব্যাঙ্ক ডাকাতি হয়ে
দেশ থেকে পাচার হয় হাজার হাজার কোটি টাকা,
শত জামিলা , শত রওশন ধর্ষিত হয় প্রতিদিন !
স্বধীন এ দেশে এখন ক্যাসিনো চলে
ইয়াবা পাকিং হয় এলিটদের ইনডোরে,
এখন প্রভাবশালী দ্বারা সৃষ্টি হয় তরুণ বন্ড
আইনের ঘূর্ণিপাকে প্রধান আসামী যায় ক্রসফায়ারে ,
এখনো কত উর্মিরা বলির পাঠা হয়
প্রভাশালীদের প্রভাবে পক্ষে উকিল পায়না
নিজ এলাকার বিচারিক আদালতে!
আজো দেশে জজ মিয়ারা নীরবে কাঁদে
স্বাধীন দেশে তৈরী হয় প্যারালাল সরকার
নির্ভিক নেতারা বাতাস ভবনে ধর্ণা ধরে
সুনজর অথবা সুফল পাবার আশায়!
দাদা, তুমি এসবের প্রতিকার চেয়ে
জীবন বাজি রেখে শত্রুর দুর্গে আঘাত করেছিলে,
যুদ্ধ করেছিলে হানাদার রুখতে !
দেশ এখন শতধা বিভক্ত, শ্রেণী বৈষম্য সর্বস্তরে,
দেশজুড়ে আজ লাখো প্রেতাত্মার প্রকাশ্য দুর্গ ,
তাদেরই নিবাসী শহীদ মিনার ও স্মৃতি সৌধে
প্রত্যুষে পুষ্পস্তবক দেয় বিজয় উল্লাসে!
মুক্তি আমলের ভালো মানুষগুলি যেন ঘুমিয়ে গেছে
আগাছার মতো চারি দিকে গজেছে নোংরা চাটুকার
তোমার সংজ্ঞায়িত সত্যিকারের বিজয়
চাপা পড়েছে যেন কালের গহীন গর্ভে,
আত্মায় রক্ত ক্ষরণ আর নীরব কষ্ট বহন
আজ এই যেন হয়েছে আমাদের পরম বিজয় !!
