আহত পাখি
মো সেলিম হোসেন
সব পাখিরাই হয়ত গোধূলী সন্ধ্যা বেলায় নীড়ে ফিরবে,
শান্তির বার্তা হয়ত ফিরে আসবে শূণ্য নীড় জুড়ে,
ভালোবাসার অকৃত্রিম এক বন্ধনে আবদ্ধ হবে সবাই মিলে,
কিন্তু যে পাখিটি কোনো নির্দয় শিকারীর বন্দুকের কবলে পড়ে,
হৃদয় রক্তাক্ত করে নীড় খুঁজে পাবার আশা
হা-হুতাশে ব্যস্ত,
সারাটিক্ষণ শুধুই ডুকরে ডুকরে কেঁদে চলে
সাথী হারানোর বেদনায়,
কেহ কি খোঁজ নেবে সেই রক্তাক্ত হতভাগা আহত পাখিটির,
কারো কি একটি বারও হৃদয় পুড়েছে সাথী হারানো বন্ধুপাখিটির জন্য,
হয়ত কেহ কেহ কিছুটা পুড়েছে কিন্তু বেশির ভাগই ভেবেছে,
আগে নিজে বাঁচও তারপরে অন্যের কথা ভাবো,
এমন পরিস্তিতিতে যেমনটা হবার কথা তাই তো হবে।
আহত পাখিটিও একসময় হয়ত বেঁচে থাকার,
সব স্বপ্নের হাল ছেড়ে দেবে.!
মনে মনে মৃত্যুকে আলিঙ্গন করে নেবে..!
নিশ্চত মৃত্যু ভেবে দীর্ঘশ্বাস ছেড়ে বলবে..!
আর হয়ত কখনোই নীড়ে ফেরা হবেনা।
দেখা হবে না সেই পুরোনো সাথী যুগলের সাথে,
আর মনে মনে বলবে, হয়ত কোনো এক সময়,
সবাই ভুলে যাবে আমায়,রাখবে না মনে কেহ আমায়।
আরো বলবে হয়ত থাকবে না মনে, কারো
আমার স্মৃতি,
আমি একদিন ছিলাম সাথী সবার।
আসলেই তো অনায়াসে ছেড়ে দেবে হাল এমনটাই তো স্বাভাবিক কথা,
স্মৃতির ডালায় হয়ত কেহ কেহ কিছু স্মৃতি মনে রাখবে গেঁথে,
কেহ কেহ মনে করে হয়ত আফসোসে কিছুদিন হা-হুতাশ করবে,
শেষ মেশ সবাই একদিন হয়ত আমাকে যাবে ভুলে,
এটাই নিদারুন সত্য কথা।।

