মন ও আত্মার গল্প
প্রিয়তা , কেমন আছো ?
তুমি তো জানতেই আমার থাকার দিন গুলো দ্রুত ফুরিয়ে যাচ্ছে !
হেসেই উড়িয়ে দিয়েছ ,
যখন আসলে তখন আমি নেই !
অনেক দূরে এখানে আমার একটি পাহাড় আছে
প্রতিদিন পাহাড় চুঁড়োয় উঠানামা হয় ,
ইহ লোকে - অহ লোকে কোথাও কর্মহীন নয় ,
কর্ম ব্যস্ত জীবন !
সূর্যের কাছাকাছি বসবাস ,
প্রতিদিন প্রখরতায় গলিত হয়ে জন্ম নেয় ভিন্ন দেহ ।
আত্মারা ছুটোছুটি করে !
আর মন পড়ে থাকে অটল পাহাড়ের মতো !
দেখতে পাই তোমার ছুটোছুটি ।
অস্পরা , তুমি খুব ব্যস্ত থাকো তাই না ?
মহা ব্যস্ততায় হঠাৎ করেই যেন
অবহেলিত এই আমি কে খুঁজো কেন ?
তোমার নিঃশ্বাস গুলো বড়ো ভারি হয়ে যায় তখন
আর চোখ গুলো হয় টলটলে পদ্মপুকুর !
বলতে পারো এই চাপা কস্টের কারণ ?
কেনই বা করবে লালন !!
প্রিয়তু, এখানে আমার একটা একলা আকাশে
রোদ আর মেঘের ছড়াছড়ি ,
বিহঙ্গ উড়ে স্বাধীনতার আনন্দে -
এদের কেউ যাতে কস্ট না পায় এটা ওদেখা
আমার কাজ এখন ।
ওখানে রোদ্দুর হয়ে উটা হয়নি তো তাই
এখানে সারা গায়ে রোদ্দুরের চাদর !
চকিতে চোখ পড়ে নীচে
দেখি কস্টে নীল তুমি !
বিশ্বাস করো আমার হৃৎস্পন্দন বেড়ে যায় !
আমি চাইনা কস্টের নোনাজলে কেউ নেয়ে উটুক !
তাই একলা আকাশে রংধনু মেখে দিই
সুখবিলাসীদের জন্য ।
প্রিয়ম্বরা , এখানে একটি নদী আছে
নৌকায় পারাপারের কাজে রত থাকি ,
এপার হতে অপার !
সকাল থেকে সন্দ্যা অবধি ।
নদী আমাকে বৃস্টি দেয় ,
আগাম ঝড়ের খবর দেয় !
ভাবি কেমনে জানাবো তোমাকে ?
দূর থেকে এভাবেই আগলে রাখি ।
দেখি উৎসবে মুখর তুমি ,
উপর নীচ দুটোই তোমার চাই !
কি মহান তুমি ।
কিন্করী , কত সাগর কত পাহাড় !
ব্যবধান যেমন আকাশ আর পাতালের !
ইহ আর অহ বলে কথা ।
আর কিছু কিছু দুঃখ বুকের ভেতরেই রেখে দাও ,
চোখের জল হয়ে গড়াতে দিও না !
চিৎকার করে কাঁদতে গিয়ে কাঁদা হয় না ,
এখানে কান্না হাসি একাকার ! ভাসি এখন বাতাশে ।
ঘ্রান পাই তোমার কিন্তু ছুঁতে পারিনা ,
অনুভবে বিসর্জন ।
এপার আর অপার বিরাট ফাঁক
নিজ থেকে উপলব্দি হতে হয় ।
প্রিয়সু, কেন খুঁজো ?
বিশ্বাসের পরাজয় হয় পদে পদে
দূর হতে দেখি তোমাদের জগতের মিথ্যা বিচরণ !
যদি কোন দিন পড়ে মনে , তাকিয়ে থেকো আকাশে
আকাশ দেবে বিশাল করে ।
ওপর থেকে দুটো চোখ অবলোকন করে ,
ওখানে অসংখ্য চোখের পাহারায় আমি
শুধু স্মরণে রেখো, মনে নয় ।
বড্ড দেরী হয়ে গেছে ,
এখন আর জোছনায় ডুব দেওয়া যাবেনা ।
এখানে সময় টা বড় দীর্ঘ আর স্হির ।
তুমি খুব ভালো থেকো তোমার জগতে ।
প্রিয়তী, তুমি যেমন হাসতে পারো বলতে পারো
আমি আর পারি না ,
না পারার জগতে চলে গেছি !
সব দেখতে পেয়ে ও বলতে পারি না !
কি নির্মম সত্যের মাঝে বসবাস ।
তোমার খোঁজা দেখে একটু লোভ হয় বৈকি !
এখন আমি নির্মম ছায়া !
বড্ড ইচ্ছে হতো বালু তে ঘর বানানোর খেলা খেলতে
আমি বানাতাম আর তুমি ভাঙ্গতে ।
তুমি ভাঙ্গতে বলেই বানাতাম ।
এখন আমি সকল চাওয়া পাওয়ার ওপারে -
অর্থহীন সংলাপ গুলো যদি প্রাণ পায়
কেউ কি বুঝে নেবে না সত্যটুকু ?
কোন কিছুতেই আর ফেরা হবে না
হবে না নদীতে সাঁতার কাটা !
প্রিয়তু, হাত টা সরিয়ে নাও
দূরত্বের বন্দরে ভালো থেকো তোমাদের মতো।
আত্মারা শুধু ঘুরে বেড়ায় আর মন পড়ে থাকে ইহলোকে ।
Shamsun Fouzia
New York

