বদলে গেলি মোসাঃ জান্নাতুল মাওয়া তোর মনেতে কার এখন বাস? তোর শহরে আমিই ছিলাম দ্রুত যানের বেশে তোর চুলতে আলতো করে হাত বুলাতাম হেসে। তুই কী এখন অন্য কারো? আমি আছি আগের মতো ঐ গলিটির ধারে তুই বিহনে রাত্রি আমায় কুরে কুরে মারে। তোর চশমার পাওয়ার কত? আগের চেয়ে বেড়েছে বুঝি লম্বাচুলে এখনো থাকিস? হঠাৎ করেই বদলে গেলি খামখেয়ালি বাদ দিয়েছিস! মাতাল হলি কোন কারণে? লম্বাচুলে লালজলেতে তুই হলি এক মহা মাতাল খোঁপাবেঁধে গিটার হাতে ছুটিস যেন আকাশ পাতাল। কেমন পুরুষ তুই? ভেবে ভেবে ভীতুই হলাম বেঁচেও যেন মরেই গেলাম অবশেষে তোকে ছেড়ে কেঁদে কেঁদে চলেই এলাম।
বদলে গেলি _ মোসাঃ জান্নাতুল মাওয়া
0
November 06, 2020

