ADS

আমি ভুলিনি _ মো সেলিম হোসেন


আমি ভুলিনি
মো সেলিম হোসেন
উনিশত পঁচাত্তর সাল তেসরা নভেম্বর মাস
ভুলিনি আমি আজো ভুলিনি..!
ভুলিনি আমি বাংলার আকাশে,বাতাসে
শোকের বার্তা।
ভুলিনি আমি..!
বিপথগামী খুনিদের বুলেটের আঘাতের রক্তের দাগ, এখনো যে ঠাঁই লেগে আছে ঢাকার জেলখানার ভেতর,
বাংলার বীরপুরুষদের রক্তাত্ত দেহখানি, বুলেটের গুলি,বেয়-নেটের আঘাতে ক্ষতবিক্ষত দেহখানি লুটে পড়ে আছে বাংলার মা-মাটির বুকে,
বাংলার আকাশ,নিস্তব্ধ,জ্ঞানশূণ্য শুধুই চারিপাশে শোকে হাহাকারের ধ্বনি। বাকরুদ্ধ বাংলার আপাময় জনগনের কণ্ঠ ছিলো না কোন শব্দ,
ছিলো শুধু সেই দিন দু'নয়নে নোনা জলের স্রোতধারার..!
কি করে ভুলি আমি সেই দিনের কথা..!
এক বুক রক্তের সমুদ্রেস্রোতে ভাসিয়ে
বাংলার মাটিতে ক্ষমতার সব্বোর্চ্চ পদে খুনিরা,
প্রকাশ্য দিবালোকে ঘুরে বেড়াই চির সবুজ বাংলার বুকে,
ভাবতে বুকের নিশ্বাস বন্ধ প্রায়..!
আমি হই নির্বাক!
আমি হই হতবাক!
আমি হই লজ্জিত!কত বর্বর,কত হিংস্র,কত নিষ্ঠুর হৃদয় হলে,
রক্তের হলি খেলায় মত্ত হতে পারে মানুষ নামের অমানুষ গুলি;
তাজারক্তের গন্ধ, তাদের হৃদয়ে আনে না কোনো শোকাবার্হ অনুভূতি।
আমি বাকরুদ্ধ হই!বর্বরতার কোনো পর্যায়ে গেলে,
মানুষ হতে পারে এতটা বর্বর,বিবেকহীন, মনুষ্যত্বহীন।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.