কিছু ভাবনা শাহ সাবরিনা মোয়াজ্জেম কিছুক্ষণ নিরবতা তারপর শেষ আঙ্গিনায় শেষ বিদায়! বাড়ির পাশ দিয়ে বয়ে চলা তিতাসের ক্রন্দন! হয়তোবা নবগঙ্গার নব আয়োজন পরদেশী মেঘের তরে! দুঃখের তিতাস বইবে যেখানে আমার অর্বাচীন জীবন চলা! সেই কুস্তরী ফুল.... সেই গোরস্থান.... সেই মায়াবি সারস.... হিমের শরীর আরো হিম হয়ে হৃদয়ের ভাঁপে কেঁদে যাবে আমার বেড়ে উঠার আঙ্গিনা আমার শালিক হৃদয়.....! শশার বুক চিরে ফালি হউয়া বহতা নদী...... কোন পথে যাবো আমি আমার আলো আঁধারের বাড়ী! মনে ঘায়েল হয়ে বসে আছে পাথুরে দাগ...... একদিন ছিলাম নিষেধের শিকল পড়া কিশোরী ঝুমুর ঝুমুর নাচ তুঙ্গে উঠতো বাঁধ ভাঙ্গা উচ্ছাস নিয়ে তিঁতকুটে ধোঁয়ার সাথে যুদ্ধ যুদ্ধ খেলা....... আর বালু প্রান্তরে জাবর কাটা উঠের মতো নেচে বেড়াতাম বন থেকে বনান্তরে! মধাহ্নে এসে বড় বেশি বুড়িয়ে গেছি জলজ আগুন অগ্নি তাপে পুড়ে জীবন যেনো পোড়া দহন কাল! বিগত ইচ্ছের ঘুম ভেঙ্গে উদগত বিষকাঁটা..... শরনার্থী সড়কে ডিভাইডারে হুমড়ি খেয়ে পরে আছি শান্তির শহরে!!!
কিছু ভাবনা _ শাহ সাবরিনা মোয়াজ্জেম
0
November 02, 2020

