ADS

বহুরূপী পদ্মা _ তাহমিনা আখতারের কবিতা

বহুরূপী পদ্মা

বিশাল উন্মত্ত পদ্মা নদী গভীরতায় দাদা

ইতিহাস তার আছে বহু,গায়ে আছে কাদা।

প্রবল তার স্রোতধারা প্রবল তার ঢেউ

কত অজানা কাহিনী তার জানে কি কেউ?

কাউকে করে আপন,কাউকে পর

গতিধারা নিয়ে সে ভাঙ্গে কত ঘর।

কখনওবা দেখায় স্বপ্ন, দেখায় কত আশ

কখনও বা হরণকারী, করে সর্বনাশ।

তার বুকে মাঝি ভাই গেয়ে যায় গান

পদ্মা নদীর ইলিশ খেয়ে শীতল করে প্রাণ।

রুপালি রূপটি তার করে টলমল

রূপ দেখে তার ভক্তকুলের চোখ ঝলমল।

তার তরে সার্থক কেউ,কেউবা বিফল

সুজন বন্ধু হারালে কারো ঝরে অশ্রুজল।

প্রিয়া হারিয়ে প্রিয়জন আসে নদীর ঘাটে

স্মৃতিচারণ করে তার সূয্যি যায় পাটে।

কেউবা আসে তার তটে সহযাত্রী নিয়ে

দেখে তার অনিন্দ্য রূপ যায় মুগ্ধ হয়ে।

তাহমিনা আখতার


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.