অবিচারে জ্বলছে আমাদের জনপদ
ভুলে গেছি আবরার ভুলে গেছি তনু কে
শত খুন, ধর্ষণ, সাগর আর রুনি কে।
তাসফিয়াও মনে নেই, মনে নেই একরাম
কথা যদি বেশি বলো হয়ে যাবে বিধিবাম।
মনে কি পরে সেই রাজনের কান্না
যে ছেলের গায়ে ছিল রক্তের বন্যা!
রিফাতও শুয়ে আছে সবুজ এক কফিনে
বুলেট টা বুকে নিয়ে সৌরভ এ জমিনে।
অভিজিৎ নুসরাত আরো কত শত নাম
আড়ালে পরে গেছে, শুধু আছে বদনাম।
পীলখানা,রানা প্লাজা,লঞ্চডুবির কথা তাক
ফেলানির লাশটা বুকে ব্যথা দিয়ে যাক।
দুর্নীতি, লুটপাট যা পারো তাই নাউ
যে শালা বাধা দেবে ভেঙে দে তার পাও।
কাকে রেখে কাকে বলি তালিকা'টা দীর্ঘ
বাংলা তো হয়েগেছে অপরাধে'র স্বর্গ।
এতো গেলো খুন গুম ক্ষমতার বন্যা
সাত জন ছিড়ে খেলো এক শিশু কন্যা।
সুবর্ণচর থেকে যেই গাড়ি চলে ছিলো
বেহিসেব কত বোন তার নিচে প্রান দিলো!
নাম বলে কি হবে লাগে আজ ঘেন্না
রাষ্ট্র তো জুড়ে আছে এক রাজকন্যা।
স্বামী রেখে ছয়জন যদি খায় এক নারী
এমসি'র নাম দাও ধর্ষণের রাজবাড়ী।
আহ কি চিৎকার ছেড়ে দে বাপ জান
ভিডিওটা করিস নে নিয়ে নে এই প্রাণ।
চলন্ত বাসে উঠেও নারী নেই নিরাপদ
অবিচারে জ্বলছে আমাদের জনপদ।
যদি বলি মাজেদাও পায় নি সুবিচার
মিতু এসে বলবে আমার নেই অধিকার?
স্বামী বেঁধে গৃহবধূ, ছেলে বেঁধে মা কে
বিচারে কথা গিয়ে বলবো আজ কাকে?
আশীষ তালুকদার

