ADS

লজ্জিত

 

লজ্জিত

মানচিত্রের বুকে আঁশটে গন্ধ,
তাতে আমারই বা কী?
আমার তো কন্যা নেই,
আমি উটকো ঝামেলা ফ্রি।
জাতি কোন লজ্জায় লজ্জিত হবে-
তোমরা জানো কি?
পুরুষরা তাদের পুরুষত্বের ধারে,
মাকে করচে বিক্রি।
একের পর এক অন্যায় করে,
ভাবছো তুমি মহাপুরুষ???
মায়ের সম্মান রাখোনি তুমি,
তুমিই আসলে কাপুরুষ।
জাতি কোন লজ্জায় লজ্জিত হবে-
তোমরা জানো কি?
নিজের চাহিদা মেটাতে গিয়ে,
নারীর প্রতি দিয়েছো লোলুপ দৃষ্টি।
নারীকে তোমরা হিচড়ে নামিয়েছো-
জঙলে কিংবা রাস্তায়।
একবারো ভাবলেনা কেনো?
নারী জাতিই জন্ম দিয়েছে তোমায়।
জাতি কোন লজ্জায় লজ্জিত হবে-
তোমরা জানো কি?
হিংস্রতার থাবায় হারিয়েছে,
কোমল মতির প্রাণ।
ধিক্কার তোমায় ধিক্কার;;
পুরুষ নাম নিয়েছো ঠিকই,
রক্ষা করতে পারো নি,
বাংলার নারীর মান।

তানিয়া আউয়াল


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.