পাগলের হাটবাজার
পাগল শুধু পাবনাতেই নেই
আছে সারা দেশে
পাগল কাহিনির রম্য কথা
শোন কবির কাছে।
এক জাতের পাগল আছে
এই বঙ্গ দেশে
ভাল কথায় ঝেরে কাঁশে
ধর্ষনের খবরে হাসে।
আরেক জাতের পাগলরে ভাই
মাজারে পড়ে থাকে
গাঁজার কল্কিতে টান দিয়ে
ঈশ্বর খোঁজে দিবালোকে।
উঁচু তলার কিছু পাগল
রাত হলে নিচে নামে
মদের বোতলে চুমুক দিয়ে
বস্তিতে পড়ে ঘামে।
আশেকের পাগল দেখেছো কেউ
দেখো এবার তার কান্ড
সুরভি গোলাপ চাইনা তার
গন্ধহীন জবা'ই পছন্দ!!
আব্দুল্লাহ জিয়াদ

