স্বপ্নের রংধনু
আমার নয়ন আকাশে উঠেছে
স্বপ্নের রংধনু
হৃদয় মাঝে উঠেছে বাজিয়া
তোমারই প্রেমের বেণু।
নিরব হৃদয় উচ্ছ্বাসে ভরা
তোমারই প্রেমের জন্য
তুমি যে আমার আত্মারমাঝে
কল্পনারই অরণ্য।
বিষাদের সুর দূর বহুদূর
সে হয়েছে অচেনা
সকাল দুপুর সাঁঝেতে এবুকে
তোমারই আনাগোনা।
হৃদয় হারিনী স্বপ্ন চারিনী
তুমি যে আমার সবই
তোমার হাতে রয়েছে আমার
জীবন মরণের চাবি।
রাতের শেষে প্রভাতের গান
গেয়ে যায় কত পাখি
এই মন- প্রাণ দিয়েছি তোমাকে
একরতি নেই বাকি।
কোনদিন তুমি গেওনা যেন
স্বপ্ন ভাঙার গান
দুঃখ দিয়ে ভরিওনা যেন
সুখে ভরা এই প্রাণ।
ভালোবাসার ভূবনে আমরা দুজনে
নতুন অধিবাসী
এপারে ওপারে তোমাকে যেন
পাই আমি পাশাপাশি।

