বাবার আদর
বাবার আদর পাও নি যারা
কি আর বলবো যে তাই সমবেদনা দিয়ে যাই শুধু।
বাবার আদর পেয়েছে যারা
জানে শুধুই তারা
খুব যতনে লালন করে রাখে যে চক্ষের কাছে
কোথাও গেলে সঙ্গে করে রাখে যে চক্ষে চক্ষে।
সোনামণিরর হাতটি ধরে হেঁটে চলে বাবা।
পায়ে পায়ে হাঁটার ছলে দেখায় এটা সেটা।
ইচ্ছে পূরণ করতে তারা রাখে না কোন ত্রুটি।
যখন তখন বায়না করে বসে থাকি শুধু।
ঘুরতে যাব, কোথায় যাব লাগবে শুধু অত
সময় আসার সাথে সাথেই দিয়ে দেয় টাকা করি।
বাবার আদর সেরা আদর সবাই জানে সেটা
ভাইয়ে বোনে কটু কথা হলে বলে শুধু একটা কথা
বেশি সুখ হয়ে গেছে নাকি?
নেই তো কোন কথার জবাব চুপ চাপ বসে থাকে মুখে নেই কোন বুলি।
বাবার আদর সেরা আদর জানে সবাই সেটা
বাবা বলে সোনামণির হাসি দেখে লাগে যে প্রাণে সুখ।
খেলার ছলে একটু ব্যাথা পেলে বাবার বুকে লাগে যে সাথে সাথেই।
হৃদয় টা ক্ষত হলেও দেখায় শুধু হাসি মুখ।
বাবার আদর সেরা আদর বলে যাই শুধু।
রুপালী আক্তার

