তুমি একার নও
অজানা এক দমকা হাওয়া এসে এলোমেলো চুলগুলো নিংড়ে গেলো
মুখের সম্মুখ ভাগে আলতো করে ছুঁয়ে দিলো
শরীরে প্রশান্তির নিটোল পরশে,
এ যেনো অজানা কি এক শিহরণে, অনুভবে
-মন প্রাণ ভরিয়ে দিলো ।
ঠিক তখন,আমি ছিলাম না আর আমাতে
ভেঙে, চুরে, দুমড়ে,মুচড়ে
তার উত্থান, পতনে হারিয়ে গিয়েছিলাম
ক্ষণিকের বেসামাল সুরে।
কে?
কোথা হতে এলে গো তুমি?
আমার এই বেখেয়ালি ভাবনায়--
তোমার শীতল পরশে বেমালুম ভুলে গেলাম
সখা ভুলে গেলাম তুমি তো আর আমার একার নও
বসন্তের কোকিলের মতোই তুমি
নিত্য, নতুন বাসন্তীর মাঝে প্রস্ফুটিত হও।
ভুল করে,
ভুলে ভর করে, পাখা মেলে যে,এ নয়নতারার সাজেনা
ও হাওয়া -
তোমার ছোঁয়ায় একথাও যে -
কিছুক্ষণের জন্যে হয়ে গিয়েছিলো অজানা
পশ্চিমা হাওয়া
তোমার কাছে এটা হয়তো নিছকই গল্প
কিংবা নিখুঁত অভিনয়।
হতে পারে এ অল্প সুখের জন্য কাটানো কিছুটা সময়
কিন্তু আমার এ গল্প আমার কাছে শেষ হবার নয়।
রিমা আহমেদ

