ধর্ষিতার আত্নচিৎকার
বাতাসে লাশের গন্ধ,ধর্ষিতার আত্নচিৎকারের ধ্বনিতে
হাহাকার..!
কাকেদের মনে মহা উৎসব,হায়না,শকুনের জয় জয়কার..!
আমার বোনের কাশফুলের মন কলঙ্কিত হায়নার হিংস্র ছোবলে;
শিশিরকণায় পড়েছে রক্তের দাগ,সাদা রংয়ের কাপড়ে;
দেহখানি বোনের ক্ষতবিক্ষত,চূড়ি ভাঙার আজ আঘাতে;
মহা উৎসবে হলির বস্তু দেখি,বোনের আজ সাদা উড়নাটা!
ছিড়েকুঁড়ে খায় শকুনের বাচ্চা,অপেক্ষায় আছে কাক পাহাড়ায়!
কুকুরগুলোর মনে কার্তিকের ইমেজ,বোনের আঁচলমাখা রক্তের স্বাদে!
প্রকৃতি আজ বড্ড গম্ভীর দেখি,দূষিত বায়ুর মিশ্রণে!
বেঁচে থাকার আকুতি দেয়না শিহরণ,দাড়িয়ে থাকে জনগণ!
মানুষের বিবেক বেচেছে আজ, গ্রাম-নগর-শহরের কোনো হাটবাজারে!
দুঃখিনী মায়ের কান্নার রোল;উপহাসের বস্তু
সাম্রাজ্যবাদের দখলে!
টকশো আর চায়ের চুমুকে,আড্ডা জমেছে ধর্ষণের খবর বেশ!
নানান রকম মন্তব্যের ভাষায়,দেয় দেখি বোনের স্বভাবে!
চলাফেরায় আছে দোষত্রুটি নানান অপবাদের উপমা সাজায়!
সভ্যতার এই সভ্যসাম্রাজবাদে মানুষগুলো আজ মনুষ্যত্বহীন!
দখলদারিত্বের মহড়াতে সাদামনের মানুষ গুলো দেখি সব নিশ্চূপ!

