ADS

জোৎস্না রাইতের মাঝি

জোৎস্না রাইতের মাঝি
জোৎস্না রাইতের মাঝি তুমি উজানে ভাসাও নাও!
আমায় তুমি নিয়া যাইও তোমার সোনাতলীর গাঁও।
চাঁন্দের আলো ঝিকিমিকি রাইতের আন্ধার হারাই!
ছইয়ের ওপর বইসা মাঝি জোৎস্নায় ভাইসা যাই।
বাঁশবনে ছাইড়া মাঝি দূরে শালুক দেখা যায়!
দু’হাত ভইরা শালুক নেবো জোৎস্না মাখবো গায়।
দোহাই মাঝি বিশ্বাস কর,দিব্যি আমার মিছা কইছি না,
মাতবরের চার নম্বর বিবি হইতে মাঝি মন যে মানেনা।
এইবার যদি না আইসো মাঝি জনমের দেবো আড়ি!
কলসী বান্দি ডুইবা মরুম গহীন গাঙ্গের পাড়ি।
আমার এই মন বাইন্ধ্যা আছে মন মাঝি তোর সনে
আজ জোৎস্না রাইতে হারিয়ে যাবো অজানা গহীনে।
ছোটকালে মা হারাইছি মোর দুঃখে পরান গাঁথা
বাবায় ফিরতি বিয়া করলে নতুন মা কিনল তার মাথা।
মুখ বুজে সব সহ্য করি শুধু ফরমায়েশ খেটে যাই
মাতব্বরের সাথে দিবে বিয়ে এই দুঃখ কারে বুঝাই?
Shamsun Fouzia
New York, USA

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.