ADS

মেঘ মিছিলে বৃষ্টির গল্প _ হাসনাহেনা রানু



মেঘ মিছিলে বৃষ্টির গল্প

হাসনাহেনা রানু


আমার নিরন্তর নান্দনিক আকাশে তুমি শঙ্খনীল চিলের ডানা মেলে উড়ে যাও 

রোজ একই পথে,

নদীর কাছে ফেলে যাও তোমার ঠিকানা 

তোমার কাছে চাইনি আমি ভালবাসা

যদিও মন আমার শূন্য নিরবধি:

আমি ফুল ভালবাসি 

সমুদ্র,পাখি, পৃথিবী

তুমি তো আর কখনো হতে পারবে না 

দিন কিম্বা নিবিড় রাত্রি;

আমি নিঃশব্দ ভালবাসি 

নিঃসঙ্গতা ও ঢের ... কবিতা ভাললাগা সবটুকু ছুঁয়ে আছে!


ভালবাসা পেলে এই আমি নীল সমুদ্র হয়ে উঠি , চোখের তারায় দুঃখ কাজল ঢেকে?  

পাথর থেকে সাদা বরফে গলতে থাকি অকারণে 

তুমি আমার চেনা আকাশটা ঢেকে দিলে ----

ঢেকে দিলে শ্রাবণ মেঘে মন,

শ্রাবণ মেঘের মেঘ মিছিলের স্রোতে ডুবতে ডুবতেই বেঁচে আছি,

যদিও বৃষ্টির কোন দৃশ্য ছিল না কোথাও কোন  ---

এক ফোঁটা চোখের জলে

আমার আর কদম ফোটানো হল না।

একমুঠো শিউলি কুড়ানো মন ছুঁতে পারিনি  ,

অথচ বকুলের ঘ্রাণ ঢেলে তুমি গল্প হয়েছ আমার ভাবনায়:

এই বৃষ্টিতে আমি কামিনী ফোটাব কথা দিলাম 

আমার চোখ ছুঁয়ে তুমি বৃষ্টিকথন,

যদিও চোখের তারায় নিঃশব্দ দুরন্ত গল্পটা  তুমি নও........


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.