ADS

তোমার চোখের তারায়ম _ মমতা পাল


তোমার চোখের তারায়ম
মমতা পাল

আচ্ছা তুমি কে বলতো?
তুমি কি রবী ঠাকুরের লাবণ্য, জীবননান্দ দাসের বনলতা 
নাকি ছুঁই ছুঁই বসন্তে আমার প্রজাপতি রঙে আঁকা নিটোল ভালোবাসা?
তাই বুঝি তোমার চোখের শিশিরে শিশিরে আমার ভালোবাসার অবগাহন।

মিঠেল মিঠেল সোনা রোদে এ কিসের আকুলতা বলতো?
কেন পিয়াসী মন বার বার ছুটে যায় তোমার কাছে?
কি যাদু ধরে রেখেছ তোমার  ঐ কাজল কালো চোখের তারায়?
মনে হয় ঐ পিপাসিত চোখ দুটোতে ভিজিয়ে দিই আমার কষ্টের প্লাবনতা।

বলনা তুমি কি রাগ করবে?
মনে আছে সেই প্রথম দিনটার কথা! 
সেই ভৈরব নদী, তোমার এলানো চুলে রজনীগন্ধার ডাঁটা,গাঢ় গোলাপী শাড়ি।
কি যেন হয়েছিল তোমার!

আমি কপোলটা ছুঁতেই তোমার লাজ রাঙ্গা চোখ দুটো কেঁপে উঠেছিল থরে থরে।
তোমার বোধের আড়ালে ছিল সুন্দরের হাওয়া ভরা ঠোঁট। 
আর আমি তোমার নির্মিলিত চোখে চেয়ে থেকে 
বেঁচে থাকার অদম্য সাহস জুগিয়েছিলাম বারবার।

তোমার কানের কাছে কুন্তলে মুখ ঢেকে মন্ত্রমুগ্ধের মত উচ্চারণ করেছিলাম "ভালোবাসি"।
তুমি ঠাঁয় দাঁড়িয়ে ছিলে কতক্ষণ তা ঠিক মনে নেই।
 সহসাই কেঁপে উঠেছিলে তুমি।

আমার না বলা কথার কাকলীরা পেয়েছিল উচ্ছ্বসিত আবেগ। 
তারপর যে কত দিন, কত রাত, কত মাস কত বছর পেরিয়ে গেছে অথচ আজও তেমনি যেমনটি সেদিন ছিলে।

আজো তুমি মিশে আছ আমার হৃদয়ে। 
তাইতো তোমার তৃষিত  চোখের শিশিরে মুখ ধুয়ে আমি আজীবন নিয়েছি বিরহের স্বাদ
যেটা তুমি বোঝনি আমি বুঝেছি হৃদয়ের ক্যানভাস থেকে।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.