ADS

তোমারই অপেক্ষায় _ হাসনাহেনা রানু


তোমারই অপেক্ষায়

হাসনাহেনা রানু


তোমাকে ডেকেছি অরণ্য, এক অবাধ্য হলুদ বিকেলের অচেনা মায়ায় ----

তুমি আসবে তো ?

কথা বলো মেঘ অরণ‍্য ..

তুমি অনেকটা রবিঠাকুরের " শেষের কবিতার " অমিতের মতো 

আমার কবিতায় তুমি বারবার চলে আসো ; ----


আজ কি বলবো তোমাকে  ?

আমার ঘুমন্ত মধ্যেরাতে ও স্বপ্নের আবেশে ,

তুমি যখন তখন ঢুকে পড় 

তবে কি জান ---

আমার লাবণ্য হতে ইচ্ছে করে না একটু ও ...


টিপটিপ বৃষ্টি ভেজা সকালে একদিন হাঁটবে তুমি আমার হাত ধরে বহু দূরের পথে ?

এ আমার অনেক দিনের শখ ,

আবার আকুতি ও বলতে পার    ----


আমার ঘুমন্ত রাত্রি থেকে তুমি একমুঠো স্বপ্ন চুরি করেছ সেই কবে ?

অথচ তুমি মনটাকে বাঁধা রেখেছ অন‍্য খানে 

আমি আর কিছুই চাই না,

যদি তুমি আমার একমুঠো কবিতার কাছে ফিরে আসো --

আমার কবিতার ভালবাসা সে তোমার জন্য ;

ডেকেছি তোমাকে অরণ্য ..


এক গোধূলি সন্ধ্যায় উত্তাল সমুদ্র বুকে তোমার সাথে হারাবো , তুমি হারাবে তো ?

যদি তুমি কথা রাখো--

অবশ‍্য আমার অপূর্ণতায় তোমার কি এসে যায় ---

বৃথা ভাবছি আমি তোমায়  !


কোন এক বসন্তের স্নিগ্ধ ভোরে নগ্ন পায়ে শিশির স্নাত দূর্বা ঘাসে হেঁটে হেঁটে ফাগুনের আগুন ঝরা কৃষ্ণচূড়ার কাছে ভীষণ একা হবো ,

যদি তোমাকে নিমন্ত্রণ জানাই 

বলো আসবে তো ?

জান , অরণ্য ..

আমি কখনোই কপালে টিপ পরি না ,

এক পা' য় নূপুর

হাতে কাঁকন---

খালি চোখে কাজল 

কিম্বা ধরো শাড়ি 

আর দু' টুকরো ঠোঁট থাকে যদি খালি ...

অন‍্য আর একদিন কৃষ্ণচূড়া রং লিপস্টিক পরবো ---- কী ভীষণ উচ্ছ্বাসে সাজবো তোমার মনের মতো করে ,

যদি তুমি আমার নিমন্ত্রণে আসো ----

আমি কপাল জুড়ে ছোট্ট একটি নীল টিপ আঁকবো  ,

এক পা'য় নূপুর

হাতে রেশমী চুড়ি 

একটা তাঁতের শাড়ি 

বিশ্বাস করো.. এতেই আমি অনেক খুশি ,

যদি তুমি আসো -!


তারিখ  03.03.2021

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.