ADS

আমন্ত্রণ _ পরিনা

আমন্ত্রণ
পরিনা

হে প্রবাসী,
তুমি কেমন আছো তোমার প্রবাস জীবনে!
তোমার সোনার বাংলার কথা কি পড়েনা মনে!? 
তুমি বাড়ির সদস্য, তবু তোমাকে  অতিথির আমন্ত্রণ জানাই 
যদি সময় পাও বেড়াতে এসো সোনার বাংলায়।
দেখে যাও সোনার বাংলার রুপ মাধুর্যতা
দেখে যাও বাংলার অতিথি পরায়নতা।
তোমায় বরণ করে নেবো প্রকৃতির ছোঁয়ায় 
তোমায় বসতে দিবো সতেজ সবুজ দুর্বা ঘাসের বিছানায়।
তাল পাখার শীতল বাতাস দিয়ে তোমার শরীরে দিবো শান্তি
সকালে মিষ্টি সোনালী রৌদ্রের হাসি দেখলে দূর হবে সমস্ত ক্লান্তি। 

শুধু তাই নয়! আরও আছে সোনার বাংলায়
চাঁদনী রাতে তারার মেলায়
জোনাকী মেয়েরা নৃত্য করে বেড়ায়
ঝি ঝি পোকারা গানের সুর তোলে সা, রে, গা, মা
প্রধান অতিথি হয়ে এই মেলা পরিদর্শন করেন চাঁদ মামা।
চাঁদনী রাতে তারার মেলায়
হে প্রবাসী বন্ধু তোমাকে আমন্ত্রণ জানাই। 
তুমি খুঁজে পাবেনা এমন মেলা সোনার বাংলা ছাড়া অন্য কোনখানে
আরও মুগ্ধ হবে সোনার বাংলার বিখ্যাত গায়ক কোকিলের গানে। 

এই তো আর কিছু দিন পরেই বসবে বসন্তের মেলা
ফুলের সাথে প্রজাপতি করবে খেলা।
মেলাকে আরও গানে গানে আকর্ষণীয় করে তুলবে কোকিলের সুর 
প্রধান অতিথি হয়ে এই মেলা পরিদর্শন করবে ভোমর। 
বসন্ত দিনে এই ফুলের মেলায় 
হে প্রবাসী বন্ধু তোমাকে আমন্ত্রণ জানাই।
সোনার বাংলায় আরও রয়েছে সেলসম্যান বাতাসের অবদান 
টাকা ছাড়াই চারিদিকে ছড়িয়ে দিবে ফুলের সুঘ্রাণ।
এমন সুঘ্রাণ তুমি লক্ষ টাকা দিয়েও কিন্তুে পারবেনা কোন দোকানীর কাছে
অথচ এমন সুঘ্রাণ সোনার বাংলার চারিদিকে ছড়িয়ে আছে। 
তুমি যত খুশি সুঘ্রাণ মাখবে, তোমায় কেউ করবেনা মানা
এই  সুঘ্রাণ তোমায় নিজ হাতে কষ্ট করে মাখতেও হবে না।
তুমি যে ফুলের সুঘ্রাণ নিবে
সোনার বাংলার বাতাস সেই ফুল থেকে সুঘ্রাণ এনে তোমার গায়ে মাখিয়ে দিবে।

ভোরে তোমার ঘুম ভাঙাবে মধুর সুরেলা আযান 
ভোরের পাখিরা গাইবে ঘুম ভাঙ্গানোর গান
ভোরের হাওয়া সতেজ করবে তোমার প্রাণ। 
ভোরে ফসল ভরা মাঠে বেড়াতে নিয়ে যাবো তোমায়
তোমার দুই পা মুছে দিবো শিশিরের তৈরি তোয়ালায়।

সোনার বাংলায় আরও রয়েছে অত্যন্ত ধৈর্যশীল মাটির কলস
সে বিন্দুমাত্র নয় অলস! 
সে নিদ্রা নষ্ট করে
সারা রাত ধরে
অপেক্ষা করে করে 
ফোটা ফোটা মিষ্টি খেজুর রসে সকালে যায় ভরে।
সেই মিষ্টি খেজুর রস আর মুড়ি খাওয়াবো তোমায়
তোমার খুব স্বাদ লাগবে
একবার খেলে বার বার খেতে মন চাইবে। 
সোনার বাংলার এত সৌন্দর্যের প্রতি চোখ না মেলে 
প্রবাস জীবনেই চিরস্থায়ী হয়ে গেলে!
আজ তাই তোমাকে অতিথির আমন্ত্রণ জানাই 
চলে এসো তোমার সোনার বাংলায়। 

ইতি, 
তোমারই স্বদেশী।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.