ADS

দেবে কি ঠাঁই ? _

দেবে কি ঠাঁই ?

হে আকাশ বিশাল আকাশ বিশাল তোমার নীল
দেবে কি ঠাঁই তোমার বুকে দিয়ে অবিশ্বাসের দরজায় খিল?
তোমার বুকে উড়তে দেবে বিহঙ্গের ডানা মেলে ?
ক্লান্ত শ্রান্ত পথিকেরে দেবে বাঁচতে একটু হেসে খেলে ?
আকাশ তোমার দিগন্ত জুড়ে গোধূলীর রঙ হবো
এতো রঙের বাহার হতে কিছু মেখে ঋণী হয়ে রবো।
ডাকপিয়নের মেঘের ঝুড়ি হয়ে যাবো হৃদয়ের অলিন্দে
যেথায় সব রঙ শুধুই নীল শুধু শুভ্র কেউ নাহি কারে নিন্দে।
হে আকাশ আমার একলা আকাশ থমকে যাওয়া বিকেল
মন খারাপের সোনাঝুরি রোদ পোহাতে ভেঙে ফেলব শিকল।
চুপি চুপি নামবো মাঠে ছুটব ফেলে আসা শরতের কাশে
কান পেতে শুনে নেবো ওরা আজো কি ভালোবাসে ?
আমি ছুঁতে চাই তোমার বিশালতা পরতে চাই ঐ রেশমী নীল
দক্ষিনের জানালা খুলে হাল্কা শীতে কাথাঁমুড়ির স্বপ্নঝিল।
চুপিসারে মেঘের ডানায় পাঠাবে কি চিঠি রোজ ?
যে হারালো মহানন্দার উল্টো স্রোতে রাখে কি কেউ খোঁজ ?
ও আকাশ তুমি নেবে আমায় তোমার বুকে আপন করে !
স্বপ্নবোনা নকশীটা আজ নেই গোলাপটা থুবড়ে পড়ল ঝরে!
তোমার বুকে এত রঙের আঁকিবুকি হতে চাই তুলির ছোঁয়া
রাঙিয়ে দাও রাঙিয়ে নেও মোরে হৃদয় হোক না পদ্মতোয়া!
তোমার পানে চেয়ে রই চুমুকে চুমুকে বিভোর চোখের তারা
চেনা জগতের দূরে চলে যাবো হব সুরনদীর ধারা।
এ ধুলির ধরায় কেহ বুঝেনা শুধুই স্বার্থের লুটোপুটি ,
তোমার পানে চেয়ে রই তোমার নীলের সাথে করব খুনসুটি।
খোলা হাওয়ায় দম নেবো আর হাত বাড়িয়ে ঐ আকাশে
তুমি কি হবে অক্সিজেন মোর ভালোবেসে নিঃশ্বাসে?
ছোট্ট আমার জীবন আর এক জীবনের ছোট্ট কিছু আশা
একরাশ নীল অঙ্গে মাখবো শুদ্ধ হয়ে হৃদয়টা করব খাসা।
Shamsun Fouzia
New York, USA

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.