মানুষ হইবার সন্ধানে
মানুষ হইবার সন্ধানে আমি কাটিয়েছি তিরিশ বৎসর;
করিনি চেষ্টার ত্রুটি কোন মানুষ হইবার পথে;
জানা ছিলো না পথ,তবু চেষ্টায় রহিয়াছি তৎপর;
আপন মনে বসে ভাবি মানুষ হব কবে;
কত রাত পাহারায় একবারও ফেলিনি পলক;
ঘুমহীন ক্লান্তদেহে শুধু ভেবে চলেছি
গভীর রজনীতে;
অনিচ্ছায় চোখে ঘুম এলে, তৎক্ষণাৎ ভেঙেছে ঘুম;
প্রিয়জনের নানা অবহেলা,অবজ্ঞার কথা মনে করে;
মাঝে মাঝে মন বিষাদের চাঁদরে ঢেকে গেছে;
তবু আমি থেমে যায়নি মাঝ পথে এসে;
হৃদয়ে শক্তি জেগেছে প্রিয়জনের অবহেলা অবজ্ঞা পাহাড়সম;
মানুষ হইবার এপথে আমি সদা ব্যস্ত প্রতিনিয়ত;
লালন করি মনে বিপ্লবী, নিযার্তিত, অবহেলিত নেতাদের;
মানুষ হইবার নেশা জাগায় তাদের জীবনী পড়ে;
নির্বাক তীক্ষ্ণ দৃষ্টিতে ভয়-ডর হীন মন নিয়ে;
সজাগ আমি প্রিয়জনের অবহেলা কৌতূহলী মনের বসে;
তবু থেমে যায়নি অর্ধপথে ছুটে চলেছি মানুষ হইবার সন্ধানে;
অবহেলা অবজ্ঞা,দূরভেদ্য পথে আছে যত পাহাড়সম;
দূর্বার গতিতে ছুটে চলছি ভাঙার নেশায় পাহাড় আছে যত;
লক্ষ্যস্হির করে গন্তব্যহীন পথে মানুষ হইবার নেশায়;
পথ খুঁজে পেতেই হবে পাহাড়সম এ পথের প্রান্তরে;
ভাঙ্গতে হবে অবহেলা,অবজ্ঞার পাহাড় আছে যত;
দুর্গম,দূর্ভেদ্য পথে জয়ী হয়ে ফিরতেই হবে;
আমাকে আসল কোন মানুষের বেসে অভেদ্য এ পথে;
অবহেলা,অবজ্ঞা,পাহাড়সম পথে নিশ্চয় খুঁজে পাবো;
আমি মানুষ হইবার আসল কোন এক মহামন্ত্র;
সেই আশায় এখনও প্রহর কাঁটায় রাত্রি জেগে;
হয়ত খুঁজে পাবো সত্যি কোন মন্ত্র গভীর রজনীতে;
মানুষ হইবার সন্ধানে সদা প্রস্তুত আমি এপথে;
দেখেনিও একদিন হয়ত সত্যিই আমি মানুষ হব।
মো সেলিম হোসেন

