ADS

জাগো নারী _ ফরিদা ইয়াসমীন নার্গিস


জাগো নারী

"""""""""""""""""

জাগো নারী,

এবার জেগে ওঠো,

আর কত ঘুমাবে জেগে জেগে?

এবার না হয় একবার ভাবো নিজের কথা। 

নিজেকে সম্মান করো, মানুষ মনে করে

নিজেকে আর কত বঞ্চিত করবে তুমি?

একটুখানি ভালবাসো না নিজেকে

একবার ভাবো,কি নেই তোমার?


যে কোন মানুষের মত 

হাত, পা, মুখ, মাথা, চোখ...

বুদ্ধি, কাজ করার যোগ্যতা,

নেতৃত্ব দানের ক্ষমতা, 

যে কোন কাজের ক্ষমতা, সবই তো আছে 

তবে কেন গুটিয়ে রাখো নিজেকে? 

ছোট করতে করতে পিপড়াসম..

করোনা আর নিজেকে। 

নিজেকে অসহায়, অবলা ভেবনা অার।

তোমাকে অসহায় অবলা করে রাখা হত এতদিন, 

তুমি তো জানো অবলা নও তুমি। 

একবার সাহসী হও , 

পুরনো খোলস ছেড়ে বেরিয়ে এসো এবার, 

উদ্ভাসিত হও আপন মহিমায়, 

আলোকিত করো নিজেকে।


আর কত পরীক্ষা দেবে তুমি? 

সহ্যের পরীক্ষা, ধৈর্য্যের পরীক্ষা,

গুণের পরীক্ষা, রূপের পরীক্ষা,

সতীত্বের পরীক্ষা, ভালবাসার পরীক্ষা, 

প্রতি পদক্ষেপে শুধু পরীক্ষা কেন দেবে তুমি? 

একবার ভাবো।

আপন জঠরে যাকে ঠাঁই দিয়েছিলে,

দেখিয়েছিলে পৃথিবীর আলো;

সে কি তোমার পরীক্ষা নেয়ার ক্ষমতা রাখে? 

তুমি ই বলো।

মূল্যায়ন করো নিজেকে, 

ভালবাসো নিজেকে। 

অন্ততঃ একটুখানি ভালবাসো। 


          -----*--*--*-----


ফরিদা ইয়াসমীন নার্গিস 

পিরোজপুর।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.