ADS

শরতের মায়াবতী মেঘ মেয়ে _ হাসনাহেনা রানু


শরতের মায়াবতী মেঘ মেয়ে

হাসনাহেনা রানু


এই কে তুমি ? ও শরৎ কন‍্যা ...

কাশফুল মেয়ে ,

নাকি কেশোবতী অনন‍্যা!  

অপরূপ তুমি , রূপকথার রাজকন্যা

মায়াবতী মেঘ, তুমি বলেছিলে,এই শরতের শেষ বিকেলে পোড়াদহ রেলজংশনের কাশবনে বেড়াতে যাবে --

আমিও যাব তোমার সাথে,

চকিত তোমার আহ্বান !

তোমার সরল নিমন্ত্রণ উপেক্ষা করতে পারিনি আমি।

কি করে ফেরাই বলো মন :

কাশফুল আমার অসম্ভব প্রিয়!

ভাললাগা , ভালবাসার বলতে পার 

যমুনার পাড়ে ,

ব‍্যাকুল কাশবনে তোমার সাথে হারাবো না হয় কিছুটা সময় 

মায়াবীনি মেঘ , তুমি দু'পায়ে আলতা পরেছ 

লাল পাড় সাদা কাশফুল শাড়ি পরেছ :

কাজল টানা দু'চোখ তোমার

কত কথা বলছে ,

দু'হাতে নীল চুড়ি

স্বপ্নের ছবি আঁকছে;

গুচ্ছ গুচ্ছ কাশ ছড়ায় তোমার নিঃশ্বাসের শব্দ চারিদিকে বাতাসে ভাসছে।

মেঘ বালিকা, তোমার ভেজা ঠোঁট ছুঁয়ে শিশির বিন্দু ভালবাসার কবিতা লিখছে :

সবুজ ঘাসের দু'চোখ অভিমানে ভরেছে --

মেঘ ,মেঘ মেয়ে তুমি বলো না ---

তুমি ডেকেছিলে আমায় এই কাশবনের ভীড়ে ---

আমি না এসে পারিনি থাকতে ! 

 

শতকৃষ্ণচূড়া রং শান্ত বিকেল

আমি মাড়িয়ে এসেছি দু'পায় 

এক পৃথিবী ভালবাসা উপচে গেছে স্বর্গীয় কাশবন ভাবনায় !

হতেম যদি গুচ্ছ গুচ্ছ কাশের ছড়া 

শিশির ভেজা সোনালী ভোরের নরম আলোয় অকপটে নিজেকে বিলিয়ে দিতাম !

শুনেছি স্বপ্ন বেড়াতে যায়

উন্মুক্ত আকাশে ডানা মেলে

তারাদের দেশে :

একমুঠো দুঃখ জয় করে

আজ এই প্রথম কোন

স্বপ্ন সত্যি হলো 

হাজারো দুঃস্বপ্নের ভীড়ে এই শরতে তুমি পাশে আছ জেনে .......... 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.